সনি প্লেস্টেশন নেটওয়ার্ক অফলাইন

সারাবিশ্বে গেমারদের জনপ্রিয় সনি প্লেস্টেশন নেটওয়ার্ক এর ডাউনটাইম সম্বন্ধে টুইটারে বিভিন্ন প্রতিক্রিয়া ফুটে উঠেছে। অফলাইন নেটওয়ার্কের কথা অনেকেই তুলে ধরেছেন নিজেদের টুইটে।
অবশ্য সনির স্ট্যাটাস পেইজে এর অবগতির কথা বলা হয়েছে। সেখানে যা দেখা যাচ্ছে যে, সবগুলো সার্ভিস অফলাইনে। এক বিবৃতিতে বলা হয়

“আমাদের ইঞ্জিনিয়াররা সমস্যা সমাধানে কাজ করছেন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরবো। ধৈর্য্য ধারন করার জন্য ধন্যবাদ”।

সনি প্লেস্টেশন নেটওয়ার্ক সারা বিশ্বে বন্ধ Sonys PlayStation Network is down worldwide

 


তাই আপনিও যদি অন্যদের মত আজ সারাদিন প্লেস্টেশন খেলে কাটানোর কথা ভেবে থাকেন তাহলে আজকে অন্তত এই প্ল্যান বাদ দিতে হবে।

লাস্ট আপডেট দেখতে পারেন এখানে

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

One thought on “সনি প্লেস্টেশন নেটওয়ার্ক অফলাইন

  • ডিসেম্বর 4, 2017 at 8:22 অপরাহ্ন
    Permalink

    Www.

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।