সনি প্লেস্টেশন নেটওয়ার্ক অফলাইন
সারাবিশ্বে গেমারদের জনপ্রিয় সনি প্লেস্টেশন নেটওয়ার্ক এর ডাউনটাইম সম্বন্ধে টুইটারে বিভিন্ন প্রতিক্রিয়া ফুটে উঠেছে। অফলাইন নেটওয়ার্কের কথা অনেকেই তুলে ধরেছেন নিজেদের টুইটে।
অবশ্য সনির স্ট্যাটাস পেইজে এর অবগতির কথা বলা হয়েছে। সেখানে যা দেখা যাচ্ছে যে, সবগুলো সার্ভিস অফলাইনে। এক বিবৃতিতে বলা হয়
“আমাদের ইঞ্জিনিয়াররা সমস্যা সমাধানে কাজ করছেন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরবো। ধৈর্য্য ধারন করার জন্য ধন্যবাদ”।
psn down? I was planning on playing all day today.
— RestDad❤️ (@KKaamryyn_) January 4, 2016
তাই আপনিও যদি অন্যদের মত আজ সারাদিন প্লেস্টেশন খেলে কাটানোর কথা ভেবে থাকেন তাহলে আজকে অন্তত এই প্ল্যান বাদ দিতে হবে।
লাস্ট আপডেট দেখতে পারেন এখানে
Www.