সর্বশেষ টপ ১০ টেক নিউজ
সর্বশেষ টেক নিউজগুলোঃ টুইটার লিমিট বর্ধিত, এক্সরে ভিশন হেলমেট, উইন্ডোজ১০ স্যামসাং, ফোর্ডের স্মার্ট কার, ভার্চুয়াল রিয়েলিটি হেড সেট, ইনটেল ‘র ড্রোন,টিপিলিংক মাল্টি ব্যান্ড রাউটার, স্যামসাং এর ক্রোমবুক, নিকনের প্রথম একশান ক্যামেরা, মেয়ে নার্ড ইত্যাদি।
১০. টুইটারে ক্যারেক্টার সীমা বাড়ছে ১০০০০ এ !!
গুঞ্জন উঠেছে টুইটারের গতানুগতিক ১৪০ ক্যারেক্টার এর বাইরে আসছে টুইটার।
০৯. ইন্টেলের হেলমেট এ এক্সরে ভিশন
এই স্মার্ট হেলমেট এ আপনি এক্সরের কাজ সারতে পারবেন হেলমেট পরেই 🙂
০৮. উইন্ডোজ১০ সহ স্যামসাং ‘র গ্যালাক্সি ট্যাব প্রো এস
আইপ্যাড প্রো ও সারফেস প্রো ৪ এর সাথে টেক্কা দিতে আরেকটি ল্যাপটপ কিলার আনতে যাচ্ছে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং যার ওজন মাত্র ৬৯৩ গ্রাম এবং ৬.৩ মিলিমিটার পাতলা।
০৭. ফোর্ডের হাই টেক স্মার্ট কার গুগল ছাড়াই
অ্যামাজন ইকো ও উইঙ্ক স্মার্ট হোম এর সহায়তার তৈরি করা এই গাড়িতে আপনি জানতে পারবে ফুয়েল লেভেল, চার্জ স্ট্যাটাস তাও ঘরে বসেই।
০৬. এইচটিসি ‘র ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ‘ভাইভ’
এপ্রিলের দিকে আসতে পারে ভাইভ হেডসেটটি যা হতে পারে অ্যাফোর্ডেবল এবং তাদের মতে এটা এক নতুন দিগন্তের সৃষ্টি করবে।
০৫. ইনটেল ‘র ড্রোন ‘ফলিং ট্রি’
চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের কলিশান ফ্রি ড্রোন। ইন্টেলের মতে এটা সামনের বাধা অতিক্রম, অপেক্ষা করা এবং এড়িয়ে যেতে সক্ষম।
০৪. টিপিলিংক মাল্টি ব্যান্ড ‘র টেলন রাউটার ৪কে মুভি নামাবে মূহুর্তেই
টিপিলিংক টেলন এডি৭২০০ মডেলে কোয়ালকম এর নতুন ৮০২.১১এডি প্রযুক্তি যুক্ত আছে।
০৩. স্যামসাং এর ক্রোমবুক ৩, দীর্ঘ ব্যাটারির প্রতিশ্রুতি
আড়াই পাউন্ডের এই ক্রোমবুক এর ডিসপ্লে সাইজ ১১.৬ ইঞ্চি, যা সেলেরন এন৩০৫০ সিপিউ সমৃদ্ধ।
০২. নিকনের প্রথম একশান ক্যামেরা
৩৬০ ডিগ্রী ভিডিও শুট করা যাবে এমন ক্যামেরা প্রদর্শন করেছে নিকন যার অফ
০১. মেয়েদের নার্ড হবার পরামর্শ মার্ক এর
ফেসবুকের এক পোষ্টে এক দাদির পরামর্শ দেন, নার্ডদের সাথে সময় কাটানোর ব্যাপারে। জাকারবার্গ মেয়েদের পরামর্শ দেন নার্ডদের সাথে জড়িত হবার চেয়ে নিজেই নার্ড হয়ে যাওয়া আরো ভাল।
টেকমাস্টারব্লগের নতুন এই টেক আয়োজন কেমন লাগলো জানাতে ভূলবেন না যেন 🙂