নেটফ্লিক্স চালু হচ্ছে বাংলাদেশেও!
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স চালু হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ১৩০টি দেশে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া ‘কনজ্যুমার ইলেকট্রনিক শো ২০১৬’ -তে এই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রিড হেসটিং।
রিড হেসটিং তার ঘোষণায় বলেন, বিশ্বজুড়ে নেটফ্লিক্স চালু করায় যে কোনো গ্রাহক যে কোনো স্থান থেকে টিভি শো ও মুভি উপভোগ করতে পারবেন। এ বছরের শেষে হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর) মানের ভিডিও স্ট্রিমিং সেবাও চালু হবে।
এক বিবৃতিতে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩০টি দেশে নেটফ্লিক্স চালু হচ্ছে। কিন্তু চীন, উত্তর কোরিয়া, সিরিয়া ও ক্রিমিয়ার মতো কিছু দেশে আইনের বাধ্যবাধকতার কারণে তা চালু করা যাচ্ছে না। তবে ওই সব দেশে সেবাটি চালু করার চেষ্টা করা হবে।
এখন যদি প্রশ্ন করেন যে কি কি দেখতে পাব তার জন্য দেখতে পারেন।
সব গুলি মুভির লিস্ট পাবেন এখানে
http://www.finder.com/bd/netflix-movies
সব গুলি জনপ্রিয় টিভি শো এর লিস্ট পাবেন এখানে
http://www.finder.com/bd/netflix-tv-shows