গুগল প্লেস্টোরে স্বাধীন অভিধান অ্যান্ড্রয়েড
স্বাধীন অভিধান হচ্ছে সর্বোচ্চ সুবিধাযুক্ত দেশের প্রথম ইউনিকোড বাংলা-ইংরেজী অভিধান। যার অ্যান্ড্রয়েড সংস্করণ অনেক অপেক্ষার পর গুগল প্লে-স্টোরে যায়গা করে নিয়েছে। উল্লেখ্য স্বাধীন অভিধান ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড দুটি সংস্করণই রয়েছে।
এর ডেস্কটপ সংস্করণে অভিধান ছাড়াও অনেকগুলো শিক্ষা-উপকরণ যুক্ত আছে। যে গুলো নিয়মিত হালনাগাদ করা হয়। এ নিয়ে বিস্তারিত অফিশিয়াল সাইটে দেখতে পারেন।
এর অ্যান্ড্রয়েড সংস্করণ গত কয়েকমাস ধরে বেটা পরীক্ষা সংস্করণ তৈরি করার পর গত ১৩ জানুয়ারি অফিশিয়ালি প্লে-স্টোরে সংযুক্ত হয়।
কি আছে স্বাধীন অভিধান এ?
এতে থাকছে বিশাল ডেটাবেজ এবং বাংলা-ইংরেজী অভিধানে থাকতে পারে এরকম সর্বোচ্চ সুবিধা। প্রাথমিক ভাবে এতে শুধু অভিধান থাকলেও ভবিষ্যতে এতে অন্যান্য শিক্ষা উপকরণ যেগুলো ডেস্কটপ সংস্করণ আছে সেগুলো নিয়ে আসা হবে।
স্বাধীন অভিধান এর বিশেষত্ব কি?
- উন্নত অনুসন্ধানঃ যা অন্য কোনো অভিধান (ডেস্কটপ/অ্যান্ড্রয়েড) অ্যাপ এ পাবেন না।
- ডেটাবেজ সম্পূর্ণ স্বাধীনঃ আপনি ইচ্ছামত ডেটাবেজের পরিবর্তন, পরিবর্ধন এবং সংশোধন করতে পারবেন।
- ইন্টারনেটের সংযোগ থাকা অবস্থায় স্বাধীনের ডেটাবেজের পরিবর্তন করা হলে সে পরিবর্তনসমূহ স্বাধীনের সার্ভারে চলে আসে। যা প্রয়োজনমত মূল অ্যাপের ডেটাবেজে সরাসরি হালনাগাদ করে দেয়া হয়।
- অভিধান অ্যাপের সাধারণ সুবিধান সমূহঃ ইতিহাস, প্রিয় শব্দ ইত্যাদি তো আছেই।
- কোনো শব্দ পাওয়া না গেলে সরাসরি গুগলে খোঁজার সুবিধা।
- সর্বশেষ Google Material Design এর নিয়ম অনুসরণ করা হয়েছে অ্যাপ ডিজাইনে।
এবং আরো অনেক কিছু..
স্বাধীন অভিধান এর মূল্য?
স্বাধীন অভিধান সব সময় বিনামূল্য অ্যাপ। এটি সম্পূর্ণ অ্যাডভার্টাইজ মুক্ত।
ডাউনলোড লিঙ্ক সমূহ
গুগল প্লে লিঙ্কঃ
অফিশিয়াল পাতাঃ imaginativeworld.org/products/shadhin-ovidhan-android/