প্রযুক্তি-বাজার

স্মার্টওয়াচ আইরিস্ট আনলো ইন্টেক্স গ্রামীনফোন

smartwtch irist-techmasterblogগেল বছর প্রযুক্তিবিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো স্মার্টওয়াচ। পরিধেয় এই প্রযুক্তিপন্যকে অ্যাপল, স্যামসাং, সনি, মটরোলা সহ নামজাদা সব ব্র্যান্ডগুলো বাজারে নিয়ে এসে অভূতপূর্ব সাড়াও পেয়েছে। সারা দুনিয়া স্মার্টওয়াচ নিয়ে মাতলেও বাংলাদেশের বাজারে অফিশিয়ালি কোন ব্র্যান্ডই আনেনি পরিধেয় এই প্রযুক্তি পন্যটি। তবে আর অপেক্ষা নয়, এবার বাংলাদেশের বাজারে অফিশিয়ালি এসে গেল ইন্টেক্সের স্মার্টওয়াচ iRist !b3-background

ভারতের কনজিউমার ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ইন্টেক্স দেশের অন্যতম টেলিকমিউনিকেশন অপারেটর গ্রামীনফোনের সাথে যৌথভাবে নিয়ে এসেছে ইনটেক্সের আইরিস্ট(iRist) স্মার্টওয়াচ। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্মার্টওয়াচটি প্রি-বুকিং দেওয়া যাচ্ছে মাত্র ৩,৯৯৯ টাকাতেই। এছাড়াও ‘ইনটেক্স বাংলাদেশ’ ফেসবুক পেইজে চোখ রেখে ফ্রি’তেই জিতে নেয়ার অফারও ঘোষণা করেছে ইনটেক্স!

তবে চলুন জানি, কি কি নিয়ে এসেছে এই স্মার্টওয়াচটি।


এক নজরে আইরিস্টের ফিচার ও কনফিগারেশনঃ


  • নেটওয়ার্কঃ GSM / HSPA(3G)
  • আকারঃ ৪৪ x ৪৪ x ১৪ mm
  • ওজনঃ ৮৩ গ্রাম
  • সিম কার্ডঃ মিনি সিম
  • ডিসপ্লেঃ ওএলইডি ক্যাপাসিটিভ টাচস্ক্রীন
  •              ১.৫৬ ইঞ্চি
  •              ২৪০*২৪০ পিক্সেল ( ২১৮ পিপিআই পিক্সেল ডেনসিটি)wireless headphone
  • ওএসঃ অ্যান্ড্রয়েড কিটক্যাট
  • চিপসেটঃ মিডিয়াটেক MTK6572
  • সিপিউঃ ডুয়েলকোর ১.২ গিগাহার্টজ
  • জিপিউঃ মালি-৪০০
  • স্টোরেজঃ ৪ জিবি ইন্টার্নাল, ৩২ জিবি পর্যন্ত এক্সপেন্ডেবলcamera
  • র‍্যামঃ ৫১২ মেগাবাইট
  • হেডফোন জ্যাকঃ নেই, ওয়্যারলেস হেডফোন
  • ক্যামেরাঃ প্রাইমারি ৫ মেগাপিক্সেল
  • সেন্সরঃ অ্যাক্সেলোমিটার, গাইরো, কম্পাস।
  • ব্যাটারিঃ লিথিয়াম আয়ন ৪০০ মিলি অ্যাম্পিয়ার
  • কানেক্টিভিটিঃ ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি ২.০

 

 


ফিচারসমূহঃ


 

 

irist smartwatch-techmasterblog
ডিরেক্ট কলিং

 

voice assistant-irist-techmasterblog
ভয়েস কমান্ড উইথ ভয়েস আসিস্ট্যান্ট
auto syncing-irist-techmasterblog
অটো সিঙ্কিং উইথ অ্যান্ড্রয়েড স্মার্টফোন

 

 

 

 

navigation irist techmasterblog
পার্সোনাল নেভিগেশন উইথ  জিপিএস

 

 

dust and water proof
ডাস্টপ্রুফ, ওয়াটারপ্রুফ

 

 

 

b8-irist3black irist techmasterblogকালো ও গোলাপি দুইরঙ্গের যেকোন একটি থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দমতো। স্মার্টওয়াচটির মূল্য নির্ধারন করা হয়েছে ১৩,৯৯৯ টাকা,রয়েছে ইএমআই সুবিধায় ৬ মাসের কিস্তির সুযোগও!


intex-grameenphone-techmasterblogগ্রামীনফোনের ওয়েবসাইটে প্রিবুকিং দিলে সাথে পাবেন বান্ডেল অফার ও ফ্রি জ্যাকেট। এছাড়া দেশের অন্যতম অনলাইন শপিং পোর্টাল দারাজ’এও একই মূল্যে প্রিবুকিং চলছে। দারাজের মাধ্যমে প্রিবুকিং দিলে মিলবে ৫০০ টাকার ডিসকাউন্ট।

Intex-iRist_fonearena-11১৮ই জানুয়ারি পর্যন্ত বিকাশের মাধ্যমে প্রি-বুকিং মানি ৩৯৯৯ টাকা পাঠিয়ে দিলে ২৪শে জানুয়ারিতেই ডেলিভারি দেয়া হবে বলে জানিয়েছে তারা।

 

 

ইন্টেক্সের আইরিস্ট’ই হতে পারে আপনার প্রথম স্মার্টওয়াচ। হাতে পরে আপনার অনুভূতি জানাতে ভুলবেননা কিন্তু!

সংযোজনঃ

১। ইন্টেক্স আইরিস্টের ভিডিও প্রিভিউ

মাসউদ ইকবাল

আমি মাসউদ ইকবাল, টেকমাস্টারব্লগ কমিউনিটির একজন উপদেষ্টা। বাংলা ভাষায় প্রযুক্তি বিষয়ক ওয়েব কন্টেন্টের মানসম্মত এক সংগ্রহ তৈরীর লক্ষ্যে টেকমাস্টারব্লগের এই যাত্রায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। সাথে থাকুন।

2 thoughts on “স্মার্টওয়াচ আইরিস্ট আনলো ইন্টেক্স গ্রামীনফোন

  • চনচল

    এটি কিনব কি ভাবে?

    Reply
    • মাসউদ ইকবাল

      গ্রামীণফোন কিংবা দারাজ.কম’এ গিয়ে অর্ডার করে কিনতে পারেন।তাছাড়া কিছুদিনের মধ্যে হয়ত বাজারেই সহজে কিনতে পাবেন। ধন্যবাদ।

      Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।