দূর্দান্ত গতির কম্পিউটার বাড়তি সফটওয়ার ছাড়াই
অনেক ভাল কনফিগারেশানের পিসি অনেক সময়ই স্লো মনে হয় যার কয়েকটি সমাধান আজকে দেওয়া হল যা আপনার পিসিকে করবে গতিময়। তাহলে আর দেরী না করে এখনি দেখে নিই উপায় গুলো
১. এপ্লিকেশান চালুর আগে পিসির সঠিকভাবে বুট-আপ এ সময় দিন।
২. রিফ্রেশ করুন, তাতে অব্যবহৃত ফাইল র্যাম থেকে মুছে যাবে।
৩. ডেস্কটপের ওয়ালপেপার ছোট সাইজের/ লো রেজুলেশানের করুন।
৪. ডেস্কটপের আইকনের বাহার সাজানোর কোন প্রয়োজন নেই
৫. রি-সাইকেল বিন থেকে ফাইল পরিপূর্ণ ভাবে মুছে দিন
৬. ইন্টারনেট টেম্পরারি ফাইল যেমন কুকিস, ক্যাশ ইত্যাদি নিয়মিত মুছুন
৭. নিয়মিত(১৫ বা ৩০দিনে) হার্ড-ডিস্ক ড্রাইভ ডিফ্রেগ করুন।
৮. সফটওয়ার ইনষ্টল করুন ২টি ড্রাইভে। কারন সি ড্রাইভের ফ্রি স্পেস ভার্চুয়াল মেমরি হিসেবে কাজ করে যখন র্যাম ফুল ইউজ হয়।
৯. সফটওয়ার সেটাপের সময় ট্রে আইকন এবং অটো লোড এই দুইটা অপশন ডিজেবল করুন।
১০. ময়লা ও ধুলাবলিমুক্ত রাখুন পিসিকে। প্রয়োজনে নিয়মিত পরিষ্কার করুন।
১১. পিসি স্লো মনে হলে রিফ্রেশ করার পাশাপাশি রান এ গিয়ে TREE চাপুন।
উপকারী পোস্ট কাজে লাগবে