৩৬০ ডিগ্রী ডিজিটাল স্বাস্থ্যসেবায় আরএক্স৭১
টেকনোলজি দ্বারা দেশের মানুষকে সেবা পৌছানোর উদ্দেশ্যে একটা পাগলাটে চিন্তা নিয়ে দেড় বছর আগে কাজ শুরু করা কয়েকজন তরুন জড়ো হন এক ছাদের নিচে, যাদের টার্গেট ছিল দেশের স্বাস্থ্যসেবার ডিজিটাইজেশন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাইজ করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির জন্যে তাদের কার্যক্রম শুরু করে Rx71 নামে। অনেকটা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত অবস্থা যাকে বলে।
RX71 LOGO |
তারা বলেন,
প্রায় ৬০+ জনের প্রচেষ্টায় খুবই সুন্দর গবেষনার মত কাজ হয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন মডিউল নিয়ে আসব ইনশাল্লাহ। এতদিনের কাজের আজকেই ছোটখাট একটা উদ্বোধন হল, নতুন বছরে ভাল কিছুর প্রত্যাশায়।
আরএক্স৭১ বেটা |