মাইক্রোসফট অ্যান্ড্রয়েড এলার্ম জাগাবে ঘুম থেকে
নতুন এই অ্যালার্ম অ্যাপলিকেশনটিকে সাধারণ অ্যালার্মের পার্থক্য হল এতে আছে ‘মেশিন লার্নিং অ্যাবিলিটিস’।
গতানুগতিক অ্যাপলিকেশনের মত অ্যপসটি ঘুম থেকে না জাগিয়ে বরং বিভিন্ন ধরণের খেলা খেলার জন্য বাধ্য করবে। খেলা গুলোর ধরন সেলফি তোলা কিংবা নির্দিষ্ট কোন রঙের বস্তু খুঁজে আনা সহ আরও অনেক কিছুই। ৩০ সেকেন্ডের মধ্যে আপনি যদি এই খেলাগুলো সম্পন্ন করতে পারেন তাহলেই শুধু মাত্র অ্যালার্মটি আপনি বন্ধ করতে পারবেন, আর তা না হলে ৩০ সেকেন্ড সময় পরে এটি আবারও বেজে উঠবে।
মাইক্রোসফটের এই নতুন অ্যাপটি প্লেষ্টোরে জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদী কোম্পানিটি। অ্যাপলিকেশনটি ছাড়াও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পছন্দের তালিকায় মাইক্রোসফটের তৈরি যে অ্যাপলিকেশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাইক্রোসফট অফিস মোবাইল, স্কাইপি, ওয়ান ড্রাইভ, অ্যারো লঞ্চার, নেক্সট লক স্ক্রিন ইত্যাদি।
https://www.youtube.com/watch?v=VWJyCYkMc3Y