অপ্রয়োজনীয় বিজ্ঞাপন ব্লক করবে অ্যাডগার্ড
অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু কিছু এপস বা গেমস আছে যা কিনা নেট কানেক্ট করে ব্যবহার করতে হয়। এসব এপস বা গেমস ব্যবহার করার সময় নানা ধরনের বিজ্ঞাপন দেখা যায় যা স্বাভাবিক ভাবেই বিরক্তিকর। অ্যান্ড্রয়েডের এই অপ্রয়োজনীয় বিজ্ঞাপন ব্লক করবে অ্যাডগার্ড নামক এপলিকেশন যা নিয়ে বিস্তারিত জানাবে টেকপ্রেমী অপু।
বিজ্ঞাপন মুক্ত ভাবে এপস গুলো ব্যবহার করতে যে এপস টি ব্যবহার করতে হবে তার নাম হল- Adguard Premium. এই এপসটি Premium ভার্ষন এবং পেইড এপস। এপসটির বৈশিষ্ট্যঃ
- গেমস ও অ্যাপ থেকে বিজ্ঞাপন ব্লক,
- এক বাটনেই নিরাপত্তা,
- ম্যালওয়্যার,
- ফিশিং নিরাপত্তা,
- সেরা ফিল্টারিং,
- দ্রুততর ওয়েব সার্ফিং,
- ডাটা প্রোটেকশন,
- নিরাপদ ইন্টারনেট
অ্যাডগার্ড ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Note – মোবাইল ব্যবহারকারীরা ডাউনলোডের জন্য ইউসি ব্রাউজার ব্যবহার করতে পারেন