ড্রোন উদ্ভাবন অতঃপর অপহরণ
নাঈদ হাসান মুন,বয়স মাত্র ১৩। বাবা সাংবাদিক।
মুন সবে মাত্র নবম শ্রেণীর ছাত্র। কিন্তু এই স্বল্প বয়সেই আধুনিক ড্রোন আবিষ্কার করে পেলেন। যার ফল স্বরূপ অপহরণ হতে হয় তাকে।
যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র মুন।
যশোর জেলা স্কুলে অনুষ্ঠিত ৩৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রথম দিনে কলেজের স্টলে মুনসহ ৫ ছাত্র তাদের উদ্ভাবন প্রদর্শন করে।
মেলা শেষে বাড়িতে যাওয়ার সময় কিছু ক্ষমতাশীল যুবক তার পথ রোধ করে দাঁড়ায়। জানতে চাওয়া হলে তারা বলে মুন এর কাছে ‘মুনের কাছে অবৈধ জিনিস আছে’ ।
এই বলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মুনের ল্যাপটপ, সিপিইউসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রি অপহরণকারীরা ছিনিয়ে নেয়।