সর্বশেষ টেক নিউজ

সর্বশেষ টপ ১০ টেক নিউজ

সর্বশেষ টেক নিউজগুলাঃ গুগল সার্চ রেজাল্ট, আইসিটি এক্সপো ২০১৬ টুইটার কাস্টমার সার্ভিস, সনি ফিউচার ল্যাব, জিকা ভাইরাস দমনে গুগল, রাসবেরি পাই ৩, জিমেইল নিরাপত্তা জোরাদার, জাতীয় ইলেকট্রিক গ্রিড হ্যাকড, ইটালিয়ান হ্যাকার সংগঠন ‘হ্যাকিং টিম’ ইত্যাদি Google-Search

১। সেলিব্রেটি এবং ব্যবসায়ী’দের সরাসরি সার্চ রেজাল্টে পোস্ট করার সুবিধা দিতে যাচ্ছে গুগল
তারকা ব্যাক্তিত্ব, ব্র্যান্ড, অর্গানাইযেশনের আত্মপ্রচারনার জন্যে গুগল সম্পূর্ণ নতুন ধরনের এই সার্চ রেজাল্ট ডিজাইন করছে যেখানে সরাসরি সার্চ পেইজে পোস্ট করা যাবে। এতে করে ভক্ত এবং ভোক্তাদের আরো কাছে পৌঁছানো যাবে এবং বিজ্ঞাপনের নতুন একটি ধারা চালু হবে বএ মনে করা হচ্ছে।

২। টুইটারে কাস্টমার সার্ভিস দিতে শুরু করেছে অ্যাপলapple-support-on-twitter
গত ৩ মার্চ থেকে অ্যাপল একটি ডেডিকেটেড টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে কাস্টমারদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান দিতে শুরু করেছে।

৩। আসছে সনি’র ফিউচার ল্যাবdc-Cover-j4cqt4tsemaufesamtn1l5ght5-20160304172800.Medi
নতুন নতুন পন্য ও ভোক্তাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে বিভিন্ন প্রযুক্তি সুবিধার ডেভলপমেন্টের জন্যে সনি চালু করতে যাচ্ছে ফিউচার ল্যাব।

৪। জিকা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করছে গুগল

tablet with the text zika alert

ম্যাপিং এবং সার্চিং টুলস এবং ডেডিকেটেড ডাটা সাপোর্ট দিয়ে জিকা ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করছে টেক জায়ান্ট গুগল। ইতিমধ্যে ইউনিসেফের তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছ তারা।

৫।এলো নতুন রাসবেরি পাই ৩pihub_1

বিল্টইন ওয়াইফাই ও ব্লুটুথ নিয়ে এলো জনপ্রিয় মাদারবোর্ড রাসবেরি পাই’এর নতুন সংস্করন। আগের সংস্করণগুলো থেকে আরো উন্নত এই রাসবেরি পাই ৩’এর দাম নির্ধারিত হয়েছে ৩৫ ডলার।

index৬। ব্যবসায়ী’দের জন্যে আরো জোরদার করা হচ্ছে জিমেইলের নিরাপত্তা।

আরোবেশি নিরাপত্তা এবং ডাটা এনক্রিপশন সুবিধা আনছে জিমেইল। ব্যাবসায়ীদের জন্যেই এই নিরাপত্তা, জানিয়েছে তারা।
৭। ইউক্রেনের জাতীয় ইলেকট্রিক গ্রিড হ্যাক করে বসেছে অজ্ঞাত হ্যাকার।

গত ডিসেম্বরে ঘটে যাওয়া এক ন্যাশনাল ব্ল্যাক আউটের তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। 19344874368_4c251d6fda
৮। আবার ফিরে আসছে ইটালিয়ান হ্যাকার সংগঠন ‘হ্যাকিং টিম’।

সম্প্রতি অ্যাপলের ম্যাকে খুঁজে পাওয়া এক ম্যালওয়ারে তাদের ফিরে আসার আভাস পেয়েছে সিকিউরিটি বিশেষজ্ঞরা।
৯। ডাটা সিকিউরিটি এবং হাইব্রিড ক্লাউড সিস্টেমের MK-CS068_IBMADI_J_20150113193030কথা মাথায় রেখে নতুন একটি মেইনফ্রেম এনেছে আইবিএম

জেড১৩এস মডেলের এই মেইনফ্রেমটি মিডরেঞ্জের এন্টারপ্রাইজদের জন্যে বলে জানিয়েছে তারা।আইসিটি এক্সপো ২০১৬ শুরু বৃহস্পতিবারে

১০। পর্দা নামতে যাচ্ছে আইসিটি এক্সপো ২০১৬’র
আজ আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পর্দা নামতে যাচ্ছে ৩ দিনব্যাপী আইসিটি এক্সপো ২০১৬ এর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।