ইন্টারনেট

কম দামে কোন ওয়াইফাই রাউটারটি কিনবেন?

ঘরে ব্রডব্যান্ড কানেকশান আছে কিন্তু স্মার্ট ডিভাইস ও ওয়্যারলেস কানেকশন এর জন্য সবচেয়ে সুন্দর মাধ্যম হোম ইউজার রাউটার গুলো। ছোট্ট ১০০০ স্কয়ার ফিটের বাসায় কোন রাউটারটি ভাল হবে? শুধু নেট সংযোগের জন্য কম দামে কোন ওয়াইফাই রাউটারটি কিনবো?

আরো পড়ুনঃ সেরা ২০ ওয়াইফাই রাউটার

প্রায়ই আশে-পাশের মানুষ এ ধরনের প্রশ্ন করে, তাদের জন্যই আজকের লেখাটি।
প্রথমত- আমার টার্গেট যেহেতু শুধু ইন্টারনেট লাগবে ওয়াইফাই হিসেবে সেজন্য আমার খুব একটা দামি রাউটারের প্রয়োজন নেই। ১২০০ টাকা থেকে ২২০০ টাকার মধ্যে যে কোন রাউটার আমি কিনতে পারি।

Mercusys MW301R WiFi Router 300 Mbps 2 Antenna

আগে যদিও টিপি লিঙ্কের WR-720N/WR-740N/WR-840N রাউটারগুলো লিস্টে ছিলো, তবে এখন জিজ্ঞেস করলে কম দামে মার্কিউসিস ভালো অপশন।

সেরা কাভারেজ’র ওয়াইফাই রাউটার WR841HP: রিভিউ

কম মূল্যের সেরা টিপি লিংক ওয়াইফাই রাউটার

আইএসপির সাথে কথা বলে দেখেন যে তারা টিপি লিংক প্রেফার করলেও আপনি যেকোন ভাল ব্র্যান্ডের একটি মডেল নিতে পারেন।

টিপি লিংকের চেয়ে নেটগিয়ার, সিসকো অনেক উন্নত রাউটার তবে এগুলোর দাম যেমন বেশি ( সিসকো ২৯০০ টাকা সর্বনিন্ম ১৫০ এমবিপিএস ) তেমনি কাভারেজও কম।

আপনার সাধারণ কাজে ইন্টারনেট ব্যবহারের জন্য টিপি লিংকের ওয়াইফাই রাউটারগুলোই যথেষ্ট ছিলো।
আগে ১২০০ টাকায় ৭২০এন, ১৪০০ টাকায় ৭৪০এন আবার ২১০০ টাকায় ৮৪১এন ও কিনতে পারতেন, এখন ২ এন্টেনাই এর কাছাকাছি দামে কেনা যায়।

সার্ভিস মোটামুটি একি পাবেন শুধু কাভারেজ ৮৪১এন>৭৪০এন>৭২০এন  যৎসামান্য পার্থক্য পাবেন এবং ৮৪১এন ৩০০ এমবিপিএস হওয়ায় ৬-৮ টি ডিভাইসে একসাথে ইউটিউব ভিডিও দেখতে পারবেন বাফারিং ছাড়াই ।

টিপি লিংক এর সেরা হাই পাওয়ার ওয়াইফাই রাউটার

এই তিনটি ওয়াইফাই রাউটারের আনবক্সিং ভিডিও দেখে নিতে পারেন-

TP LINK WR-841N

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

12 thoughts on “কম দামে কোন ওয়াইফাই রাউটারটি কিনবেন?

  • BD VPN

    আমি গত ৩ বছর থেকে Tp-link রাউটার ব্যবহার করছি । এর সার্ভিস খুবই ভাল এবং সেটিং খুব সহজ। নতুন দের জন্য খুব ভাল হবে।

    Reply
  • অজ্ঞাতনামা কেউ একজন

    amar lagbe call me 01880416167

    Reply
  • mahmud

    কোন রাউটার সব চাইতে ভাল হবে,কম দাম এর মধ্যে

    Reply
  • mahmud

    ভাই আমি ৩ বছর আগে bdstall.com থেকে tp link একটি রাউটার কিনেছেলাম,আমার বাসায় ৪ জন ব্যবহার করতাম,খুব ভালো সার্ভিস দিয়াছে,কিন্তু আমি এখন ১০ জন ব্যবহার করা যায় এমন কোন রাউটার চাইতেসি,কোন রাউটারটি কিনলে ভালো হবে?

    Reply
  • অজ্ঞাতনামা কেউ একজন

    ভাইয়া আমার একটি ওয়াইফাই রাউটার লাগবে
    ভাইয়া আমি জানো এই রাউটারে 5 থেকে 10 জন লোককে কানেক্ট করতে পারি এরকম একটি রাউটারের প্রাইস কত সেল মি 6 426 34 392

    Reply
    • অজ্ঞাতনামা কেউ একজন

      আমি একটা রাউটার চায় যা অনেক দূর পর্যন্ত যাবে।
      কারো এমন রাউটের নাম জানা থাকলে বা নিজে ইউস করছেন।
      সেটা একটু জানাবেন প্লিজ ইমু ০১৭৫৬৪৪৭৫২৫

      Reply
    • hasibul

      আমি Tp-link রাউটার ব্যবহার করছি ৩ বছর যাবয়ত,কোন সমস্যা হইনাই,আমার বাসার ৫ জন সদস্য ব্যবহার করি,আমি রাউটারটি bdstall.com/ wireless-router/ থেকে কিনেছি, খুব ভালো সার্ভিস দিয়াছে্‌, কেনার আগে অবরসই অরজিনিয়াল পণ্য দেখে কিনবেন

      Reply
      • অজ্ঞাতনামা কেউ একজন

        অরিজিনাল টা বুজবো কিভাবে

        Reply
  • অজ্ঞাতনামা কেউ একজন

    আমার একটা রাউটার লাগবে সব চেয়ে দামি আর যাতে একশত এর বেসি মোবাইল চলবে বা ১ কিলোমিটার প্রজন্ত লাইন পাবে এমন রাউটার থাকলে আমাকে একটু ইমোতে জানাবেন +880 1707760114

    Reply
  • gaffarhossain

    আমি এমন একটি রাউটার চাই যা অনেক দুর পযর্ন্ত নেটলাইন পাবে এবং স্পিট পাবে যা মোবাইল ট্যাব ওপিসিতে এক জাযগাতেই বসে ১.৫ কি.মি পযর্ন্ত কাজ ককরা যাবে এবং অনেক কিছু মোবাইল ট্যাব চালানো যাবে যোগাযোগ ০১৬২৬৮০০৯০০

    Reply
    • mahmud

      আপনি চাইলে Tenda AC6 AC1200 Mbps এই রাউটার টি ব্যবহার করতে পারেন,আমি ১ বছর আগে কেনেছিলাম,খুব ভালো সার্ভিস দিতেছে।

      Reply
  • Post ভাল লাগছে…….. আসাকরি এমন ভাল ভাল Post দিবেন…….

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।