সর্বশেষ টেক নিউজ

প্রযুক্তি তেল থেকেও মূল্যবান !!

প্রযুক্তি তেল থেকেও মূল্যবান !! 1প্রযুক্তি তেল থেকেও মূল্যবান। এ কথা আমার না ! অ্যাপল, অ্যালফাবেট (গুগলের প্রধান কোম্পানি), মাইক্রোসফট এবং ফেইসবুকের প্রতি সেকেেন্ড আয়েই পরিমানেই উঠে আসে এ কথার প্রমান।

এক প্রকাশিত তথ্য মতে, প্রতি মিনিটে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর আয় ১ লাখ ৪০ হাজার ডলার। যার মধ্যে প্রায় ৫০ শতাংশ আয় আসে অ্যাপলের ঘরে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।