মেরু ওএস
এবার লিনাক্স প্রেমিদের জন্য রয়েছে এই ভালোবাসার মাসে বিশেষ উপহার। তাও আবার কোন ছোট-খাটো নয় একেবারে অবাক করা যাদুর চেরাগ উপহার যার সাহায্যে খুজে পেতে পারেন আপনার দীর্ঘ প্রতিক্ষিত ভালোবাসার মানুষটি নয় একটি দ্বিমুখী ওএস। কল্পনা করেন তো কেমন হবে যদি আপনি এনড্রয়েড মোবাইলের সাথে একটি লিনাক্স ডেক্সটপ ফ্রী পান?! হ্যাঁ এই ভালোবাসা দিবসে
মেরু ওএস
আপনাকে দিচ্ছে এই বিশেষ উপহার।
![]() |
মেরু ওএস |
এনড্রয়েডের উপর ভিত্তি করে বানানো মেরু ওএস সম্বলিত মোবাইলকে যখন মোবাইল হিসেবে ব্যবহার করবেন তখন চলবে এনড্রয়েড আর মনিটরে সংযোগ করলে রূপ নিবে ডেবিয়ান লিনাক্সের। মূলত যখন মোবাইল ডিভাইসটিকে আপনি এইচডিএমআই(HDMI) কেবল সম্বলিত কোন একটি ডিসপ্লে সংযোগ করবেন তখনই মোবাইলটিতে থাকা লিনাক্সের উপর ভিত্তি করে বানানো জনপ্রিয় ডেবিয়ান অপারেটিং সিস্টেমটি সচল হবে তাও আবার প্রায় ৫ সেকেন্ডের কম সময়ে!
আরও বড় সুখবর হচ্ছে সিস্টেমের গতি ভালো রাখতে শুধুমাত্র গুগল প্লে স্টোর ছাড়া আর কোন প্রি-ইন্সটল প্রোগ্রাম থাকছে না এই মেরু অপারেটিং সিস্টেমটিতে।
মেরু কাস্টম রমে যে অপারেটিং সিস্টেম থাকছে-
![]() |
নেক্সাস ৫ এ মেরু ওএস বেটা |