অ্যাপল আইম্যাসেজ আসছে অ্যানড্রয়েড এ
আইফোনের আইওএস ম্যাকবুক ও ডেক্সটপের ম্যাক ওএস এক্স অ্যাপলের নিজস্ব দুটি অপারেটিং সিস্টেম থাকা সত্ত্বেও অ্যাপল তাদের মূল ম্যাসেজিং প্রোগ্রাম আইম্যাসেজ সার্ভিসের সুবিধা দিবে অ্যানড্রয়েড ওপারেটিং সিস্টেমে।
অ্যাপলের বর্তমান সিইও টিম কুক তার প্রতিষ্ঠানের কর্মীদের সাথে এক বৈঠকে জানিয়েছেন, শুধু আইম্যাসেজ সার্ভিসই না তার সাথে আইফোনের আরও অনেক প্রোগ্রাম অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করতে পারে। বিখ্যাত প্রযুক্তি বিষয়ক অনলাইন ম্যাগাজিন হ্যাকার নিউজ থেকে জানা গিয়েছে এ ধরনের তথ্য।
উল্লেখ্য, অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় মোবাইল প্রোগ্রামের মধ্যে আইম্যাসেজ রয়েছে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে। জনপ্রিয়তার প্রধান কারন হিসেবে রয়েছে ছবি এবং ভিডিও শেয়ারিং এর মত বিশেষ আকর্ষণীয় কিছু ফিচার।
ইতিমধ্যে অ্যাপল তাদের মুভ টু আইওএস প্রোগ্রামটি গুগল প্লে স্টোরে উন্মুক্ত করেছেন কয়েকমাস আগে। যদিও সেটি ছিল অ্যানড্রয়েড ব্যবহারকারীদের অ্যাপলে প্রতিস্থাপন করার অ্যাপ। কিন্তু এবার অ্যাপেল তাদের আইফোনের বেশ কিছু অ্যাপ যোগ করতে যাচ্ছেন এনড্রয়েডে। গুগলের অ্যানড্রয়েড ব্যবহারকারীদেরকে বিশেষ কিছু সুবিধা দেওয়ার জন্য আইম্যাসেজের সাথে উন্মুক্ত করবেন অ্যাপল ম্যাপস, মিউজিক মেমো, আইটিউন্স ও আইক্লাউডের মত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় কিছু অ্যাপস।