ফ্ল্যাশপ্লেয়ার হটিয়ে এইচটিএমএল৫
জনপ্রিয় মাল্টিমিডিয়া প্লাটফর্ম ফ্ল্যাশপ্লেয়ারকে গুগল তাদের অ্যাডের ব্যানারে আর ব্যবহার করবেনা এখন থেকে। তাই টেক জায়ান্ট তাদের অ্যাডওয়ার্ড অ্যাডভারটাইজিং প্লাটফর্ম থেকে বাতিল করতে চলেছে অনেক বছর ধরে চলে আসা ফ্ল্যাশপ্লেয়ারকে।
অ্যাডোবি ফ্ল্যাশ লোগো |
জানা গেছে, ব্যবহারকারীদের ব্রাউজিং সময় এবং অতিরিক্ত ডাটা খরচ বাঁচাতে ও ব্রাউজিং এ পরিতৃপ্তির স্বাধ দিতে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক ও ডাবল ক্লিক ডিজিটাল মার্কেটিং একত্রে এখন থেকে শুধুমাত্র এইচটিএমএল৫ ব্যবহারের উদ্যোগ নিয়েছেন।