অপ্রাপ্ত বয়স্ক ও ভুয়া পরিচয়ে সিম ব্যবহারের দিন শেষঃ অক্টোবরেই ভেরিফাইড সীম এক্টিভেশান শুরু
জুনের শেষের দিকে সরকারের সাথে বসেছিলো দেশের টেলিফোন ওপারেটররা মোবাইল ফোনে তথ্য সন্ত্রাস ঠেকানো নিয়ে যা আমরা জেনেছিলাম ডিজিটাল হুমকি ধামকির দিন শেষঃ আসছে ভেরিফাইড আইডেন্টিটি সহ সীম কার্ড নামক পোষ্টে। গতকালই বাংলানিউজের ইশতিয়াক হুসাইন লেখার মাধ্যমে জানতে পারলাম শুখবরটি আসছে অক্টোবরের ২য় সপ্তাহ থেকেই। বাকী খবর তুলে দিচ্ছি সরাসরি
দেখার বিষয় এখন কতটুকু অপব্যবহার কমে মোবাইল সীমের, আন্তত আমি আশাবাদী, আপনার মতামত জানাতে ভূলবেন যেন …