হ্যাক লিনাক্স মিন্ট ওয়েবসাইট, ক্রুটিপূর্ণ ডাউনলোডে সাবধান!!
একদল হ্যাকার ব্যস্ত জনপ্রিয় লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম লিনাক্স মিন্টের অফিসিয়াল সাইটি অ্যাকসেস নেওয়ার। হ্যাক লিনাক্স মিন্ট ওয়েবসাইট, ক্রুটিপূর্ণ ওএস ডাউনলোডে সাবধানতা নিয়ে টেকপ্রেমী পলাশ।
অবশেষে তারা সফলভাবে খুঁজে বের করল হোস্ট করা সার্ভারটির ক্রুটি। সার্ভারের সেই ক্রুটির মাধ্যমে তারা অ্যাকসেস করল www-data শেল আর স্তানান্তর করে দিল অপারেটিং সিস্টেমটির ডাউনলোড পেইজকে বুলগেরিয়ার (IP: 5.104.175.212) এফটিপি সার্ভারে। এই সার্ভারেই ছিল হ্যাকারদের তৈরি লিনাক্স মিন্ট অপারেটিং সিস্টেমের এক ক্রুটিপূর্ণ সংস্করন।
কেউ যদি ২০ তারিখে লিনাক্স মিন্টের ওয়েবসাইট থেকে অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করে ইন্সটল করেন তাহলে অপারেটিং সিস্টেমটিতে থাকা প্রি-ইন্সটলেড মেইল ক্লায়েন্ট Internet Relay Chat (IRC) প্রোগ্রামটির মাধ্যমে হ্যাকার সহজেই কম্পিউটারের ক্ষতিসাধন করতে পারবে। ইন্টারনেট রিলে চ্যাট (IRC) এ থাকা সুনামি নামক ব্যাকডোর/বাগ যা মূলত লিনাক্সের পরিচিত একটি ট্রোজান ভাইরাস, যার সাহায্যে হ্যাকাররা ডিষ্ট্রিবিউটেড ডেনিয়েল অব সার্ভিস (DDoS) পরিচালনা করে।
তাই যারা ২০ তারিখে লিনাক্স মিন্টের ওয়েবসাইট থেকে অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করেছেন তাদেরকে দ্রুত অপারেটিং সিস্টেম পরিবর্তনের জন্য অনুরোধ করে ওয়েবসাইটে একটি বার্তা দেওয়া হয়েছে। কিন্তু যারা ২০ তারিখের আগে বা পরে সরাসরি লিংক বা টরেন্ট থেকে অপারেটিং সিস্টেমের ফাইলটি ডাউনলোড করেছেন তাদের কোন সমস্যা হবেনা বলে লিনাক্স মিন্টের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।