হিরোজ অফ ৭১’এ মিশন আপডেট
মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশি গেম ‘হিরোজ অফ ৭১’ খেলেননি এমন স্মার্টফোন ইউজার খুঁজে পাওয়া ভার। জনপ্রিয়তা ও চাহিদার ধারাবাহিকতায় এখন আসছে হিরোজ অফ ৭১’এ মিশন আপডেট। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন টেকপ্রেমী মাসউদ ইকবাল।
গত বছর মহান বিজয় দিবসে প্লেস্টোরে মুক্তি পাবার পর থেকেই দেশের গেইম প্রেমিদের কাছে অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করেছে পোর্টব্লিস গেমস’এর মুক্তিযুদ্ধ ভিত্তিক গেইম ‘হিরোজ অফ ৭১’। গল্পের পাশাপাশি গেইমপ্লে, গ্রাফিক্স নিয়েও মোটামুটি সন্তুষ্ট ছিলেন গেমাররা। মিশন শেষ করে আপনিও নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ‘জয় বাংলা’ স্ক্রিনশট শেয়ার করেছেন? প্রথম মিশনে শনির চর’কে তো হানাদার মুক্ত করলেন,তাহলে এবার চলুন পরের মিশনে।
হিরোজ অফ ৭১’র চমৎকার কিছু ট্রিক্স
সম্প্রতি এক বিবৃতিতে গেইমটির মিশন আপডেটের ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান পোর্টব্লিস গেমস। নতুন মিশনের গল্পটা এরকম-
শনির চর স্কুল ভোরের আগেই দখল করে নিয়েছে সামসু বাহিনী। বুকে প্রতিশোধের আগুন নিয়ে সজলকে শুইয়ে দিয়েছে শেষ শয্যায়। সেদিনই গোপন মিটিংএ বসে গেরিলারা; ক্লান্তির ছাপ থাকলেও মুখের রেখা গুলো তখন আরও কঠিন তাদের।
এবারের লক্ষ্য মাইল চারেকদূরের আরেক স্কুলে থাকা টর্চার সেল, যেখানে মা-বোনদের অপহরন করে এনে হানাদাররা মেতে ওঠে আদিম উল্লাসে। সামসুরা কাছাকাছি পৌঁছুতেই দেখে চুল ধরে টেনে হিঁচড়ে মেয়েদের নামাচ্ছে নরপিশাচ রাজাকারেরা, মাথায় রক্ত চড়ে যায় তাদের।
বদি-কবির-তাপস’রা কি পারবে টর্চার সেল থেকে মা-বোনদের উদ্ধার করতে? অপারেশন মিশনে আনিলা এলো কোত্থেকে?
-নতুন এই মিশন মুক্তি পাবে ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে।
কি গেমার, হানাদার মারতে হাত নিশপিশ করছে??