অ্যানড্রয়েড ম্যালওয়্যার জিএম বটের সোর্স কোড ফাঁস
জিএম বট, রাশিয়ার একদল আন্ডারগ্রাউন্ড সাইবার ক্রিমিনালের হাতে বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরিকৃত ভয়াবহ একটি অ্যানড্রয়েড ম্যালওয়্যার যা মূলত ফিশিং পেইজের মাধ্যমে ব্যবহারকারির গোপনীয় ব্যাংকিং তথ্যগুলো হাতিয়ে নেয়। প্রায় ৫০০ ইউএসডলার বা ৪৫০ ইউরোতে সোর্স কোড বিক্রয় করে নিষিদ্ধ হ্যাকার ফোরামটি আর সেই ক্রেতাই ২০১৫ সালের ডিসেম্বরে অজ্ঞাত কোন ফোরামে কোডটি উন্মুক্ত করে দিয়েছে বলে জানিয়েছে টিম আইবিএম-এক্স ফোর্স।
জিএম বোটের পূর্ববর্তি ভার্সনটিকে অনেকেই মাজারবোট হিসেবে ধারণা করে।
আপনার গোপনীয় ব্যাংকিং তথ্যগুলো চুরিসহ আক্রাত্র ডিভাইসে আর কি কি করতে পারবে জিএম বোট-
- ডিভাইসের নজরদারি
- তথ্য মুছে দেওয়া
- মেসেজ পড়া ও মুছে ফেলা
- ফোনবুক অ্যাকসেস ও কল করা
- ক্রোম ব্রাউজার হ্যাক
- ফোনের সেটিং পরিবর্তন
- জোর করে স্লিপ মোডে পরিবর্তন
- ফুল ইন্টারনেট অ্যাকসেস
- ডিভাইসের স্টোরেজে থাকা ডেটা সম্পূর্ণরূপে মুছে ফেলা
অজ্ঞাত সেই ক্রেতাটি ফোরামে এই ভয়াবহ ম্যালওয়্যারটির সোর্স কোড উন্মুক্ত করে দেয় শুধুমাত্র নিজেকে ফোরামে পরিচিত মুখ গড়তে।
ম্যালওয়্যার জিএম বোট থেকে বাঁচার উপায় জানতে চোখ রাখুন টেকমাস্টার ব্লগে।