অ্যান্ড্রয়েডনিরাপত্তা

অ্যানড্রয়েড ম্যালওয়্যার জিএম বটের সোর্স কোড ফাঁস

জিএম বট, রাশিয়ার একদল আন্ডারগ্রাউন্ড সাইবার ক্রিমিনালের হাতে বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরিকৃত ভয়াবহ একটি অ্যানড্রয়েড ম্যালওয়্যার যা মূলত ফিশিং পেইজের মাধ্যমে ব্যবহারকারির গোপনীয় ব্যাংকিং তথ্যগুলো হাতিয়ে নেয়। প্রায় ৫০০ ইউএসডলার বা ৪৫০ ইউরোতে সোর্স কোড বিক্রয় করে নিষিদ্ধ হ্যাকার ফোরামটি আর সেই ক্রেতাই ২০১৫ সালের ডিসেম্বরে অজ্ঞাত কোন ফোরামে কোডটি উন্মুক্ত করে দিয়েছে বলে জানিয়েছে টিম আইবিএম-এক্স ফোর্স।

android-malware  জিএম বোটের পূর্ববর্তি ভার্সনটিকে অনেকেই মাজারবোট হিসেবে ধারণা করে।

আপনার গোপনীয় ব্যাংকিং তথ্যগুলো চুরিসহ আক্রাত্র ডিভাইসে আর কি কি করতে পারবে জিএম বোট-

  • ডিভাইসের নজরদারি
  • তথ্য মুছে দেওয়া
  • মেসেজ পড়া ও মুছে ফেলা
  • ফোনবুক অ্যাকসেস ও কল করা
  • ক্রোম ব্রাউজার হ্যাক
  •  ফোনের সেটিং পরিবর্তন
  • জোর করে স্লিপ মোডে পরিবর্তন
  • ফুল ইন্টারনেট অ্যাকসেস
  • ডিভাইসের স্টোরেজে থাকা ডেটা সম্পূর্ণরূপে মুছে ফেলা

অজ্ঞাত সেই ক্রেতাটি ফোরামে এই ভয়াবহ ম্যালওয়্যারটির সোর্স কোড উন্মুক্ত করে দেয় শুধুমাত্র নিজেকে ফোরামে পরিচিত মুখ গড়তে।

ম্যালওয়্যার জিএম বোট থেকে বাঁচার উপায় জানতে চোখ রাখুন টেকমাস্টার ব্লগে।

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।