সর্বশেষ টেক নিউজ

ক্লাউড রাবেলো কিনছে ওরাকল

ব্যবসায়িক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশন তাদের ক্লাউড বিজনেস সম্প্রসারনে রাভেলো সিস্টেমস নামক ইজরাইলি ফার্ম কিনে নিচ্ছে। যদিও আসল মূল্য জানা যায় নি, তবে ধারনা করা হচ্ছে যে ৪০ থেকে ৪৫ কোটি ডলার সমমূল্যের লেনদেন হচ্ছে বলাই যায়।

ক্লাউড রাবেলো কিনলো ওরাকল

যদিও অফিশিয়ালি তেমন কোন মন্তব্য পাওয়া যায় নি।

উল্লেখ্য, রাভেলো ২০১১ সালে ৬০ জন কর্মী নিয়ে প্রতিষ্ঠিত হয়। ওরাকল বলে, রাভেলোর সকল কর্মী ওরাকল এ জয়েন করবে এবং তার ওরাকল পাবলিক ক্লাউড এর অংশ হিসেবে কাজ করবে।

রাভেলোর প্রধান নির্বাহী এক ওয়েব বিবৃতীতে বলেন

রাভেলো ওরাকলের সমর্থকে আরো বেগবান করবে গ্রাহকদের জটিল অ্যাপ্লিকেশনকে ক্লাউড এর স্থানান্তর করতে।

ক্লাউড কম্পিউটিং হল ইন্টারনেট ব্যবহার করে সেবা বিনিময় করার ব্যবস্থা, যা সহজেই আপনাকে বিরাট ইনফ্রাস্ট্রাকচার এর খরছ বাচাবে।

রাভেলো অ্যামাজন কিংবা গুগল ক্লাউড এর মত পাবলিক ক্লাউড সেবা, যা কিনা বিশাল সব সফটওয়্যারকে সহজেই ক্লাউডের মাধ্যমে সক্রিয় করে।

রাভেলোর গ্রাহকদের তালিকায় চেক পয়েন্ট টেকনোলজিস, সিমেনটেক, ইনটেল ও ম্যাকাফির মত বিগ জায়ান্টরাও আছে।

এডাম ফিশার রয়টারকে বলে অনেকে সাইবার নিরাপত্তা প্রদানকারী কোম্পানি তাদের ক্লাউডে সাইবার এটাক ঠেকাতে রাভেলাকে অনুকরন করে।

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।