সর্বশেষ টপ ৫ টেক নিউজ
সর্বশেষ টপ টেক নিউজগুলোঃ ফেসবুক লাইক বাটন, ইউটিউব ভিডিও মেকার সম্পর্ক, বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট এর নতুন সীমা, অ্যাপল এর মামলায় স্যামসাং এর জয় ইত্যাদি। লিখছেন টেকপ্রেমী মাসউদ ইকবাল।১. ফেইসবুকে নতুন লাইক বাটন
গতকালই ফেইসবুকে এলো নতুন এবং আরো উন্নত রিএকশন বাটন, যার মাধ্যমে ব্যবহারকারীরা শুধু থাম্বস আপ নয়, নিজের প্রতিক্রিয়া বোঝাতে পারবেন হাসি, রাগ, অবাক নির্দেশিত ইমোজি দিয়ে; যেগুলো আবার জলদস্যুদের ভাষায় কথা বলে!
২. ভিডিও-মেকার’দের সাথে সম্পর্কের উন্নয়নে ইউটিউব
ইউটিউব জনপ্রিয় ভিডিও-মেকারদের সাথে আরো বেশী উন্নত সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী- জানিয়েছেন সিইও সুসান।
৩. ফেইসবুক মেসেঞ্জারে বিজ্ঞাপনঃ ব্যবহারকারীরা ক্ষুব্দ
সময়ের জনপ্রিয় ফেইসবুক মেসেঞ্জার’কে সবচাইতে দ্রুত চ্যাটিং অ্যাপ দাবি করে বিজ্ঞাপন প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে কিছু ব্যবহারকারী মন্তব্য করেছেন, “ব্রডব্যান্ড কানেকশনে দ্রুতগতির হলেও ব্রডব্যান্ড কাভারেজের বাইরে গেলে হাই ডাটা কঞ্জাম্পশনের দরুন মেসেঞ্জারে চ্যাট করতেই হিমশিম খেতে হয়। এই অবস্থায় বিজ্ঞাপন লোড করতে গেলে অ্যাপটি রীতিমত অচল হয়ে যাবে। এতে করে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা হারাবে মেসেঞ্জার।”
৪. দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন সীমা
দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন সীমা ৫ এমবিপিএস নির্ধারনের প্রস্তাবনা এনেছে বিটিসিএল। এর থেকে কমগতির সংযোগ বিবেচিত হবে ন্যারোব্যান্ড হিসেবে।
৫. অ্যাপলের মামলায় স্যামসাং ’র জয়
প্যাটেন্ট বিরোধ নিয়ে অ্যাপলের সাথে মামলায় স্যামসাং’এর পক্ষে রায় দিয়েছে ইউএস’এর একটি আদালত। এর কারনে বিরাট অঙ্কের জরিমানা থেকে বেচে গেলো তারা।