হ্যাকপ্রুফ আইফোন নিরাপত্তায় অ্যাপল
এফবিআই কিংবা সরকার, অ্যাপলের নিকট আইফোন আনলকের আবদারের দিন শেষ। কারন আইফোন আনলকে ব্যর্থ হয়ে এফবিআই সাহায্য পেতে যায় উচ্চ আদালতে। কিন্তু আমেরিকার উচ্চ আদালত থেকে পাওয়া সেন বেরনারডিনো অ্যাটাকের মূল আসামী সৈয়দ ফারুকের আইফোন আনলকের আদেশ নাকচ করে অ্যাপল। এরপরেও আমেরিকার সরকার আরও ১২টি আইফোন আনলকের আদেশ জুড়ে দেয় অ্যাপলকে, চাপ দেওয়া হয় ক্রুটিপূর্ণ অপারেটিং সিস্টেম আপগ্রেডে।
তারপরেও অ্যাপল সিধান্ত নিচ্ছিল শুধুমাত্র ফারুকের আইফোন ৫সি আনলকে এফবিআইকে সাহায্য করবে, আর সে খবর প্রকাশের পর পরই অ্যাপলের কাছে আসতে থাকে আরও হাজার হাজার আইফোন আনলকের চিঠি। তাই টিম কুক আইফোনের সিকিউরিটি নিয়ে যাচ্ছেন আরও উচ্চ পর্যায়ে, কারন টিম কুক মনে করেন আইফোন আনলক করার সুযোগ একবার দেওয়া হলে সরকার-এফবিআইসহ আরও অনেকেই প্রতিনিয়ত আইফোন আনলকের জন্য সাহায্য চাইবে। ১২টি আইফোন আনলকের আদেশ এর শুরু মাত্র।
তাই আইফোন হ্যাকপ্রুফ করতে খুব ধারালোভাবে মাঠে নেমেছে অ্যাপল, যাতে এফবিআই হোক কিংবা সরকার হোক কেউই আর কোনোভাবে আইফোন আনলক করার অন্যায় আবদার করতে পারবেনা।
সিগন্যাল, পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এনক্রিপটেড মেসেঞ্জার অ্যাপ। যার মূল ডেভলপারদের একজন “ফ্রেডরিক জ্যাকবস”। টুইটারে এক বার্তায় অ্যাপলের সিকিউরিটি টিমে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
অ্যাপলই তাকে অ্যাপলের কোর সিকিউরিটি টিমে কাজ করার জন্য আহ্বান করেছিল, তাতে খুব খুশি মনেই সাড়া দিয়েছেন “ফ্রেডরিক জ্যাকবস”।
আইফোন হ্যাকপ্রুফ করতে অ্যাপল তাদের কোম্পানিতে নিযুক্ত করতে যাচ্ছেন “ফ্রেডরিক জ্যাকবস” এর মত পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা খ্যাতনামা সিকিউরিটি বিশেষজ্ঞ।