টেক গুজব

অ্যাপল এস ই আসছে কম দামে

iকম দামে গ্রাহকদের হাতে হাতে আইফোন পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্য কে সামনে রেখে ২২ মার্চ এর ভিতরেই আসছে চার ইঞ্চি মাপের নতুন আইফোন

নতুন এই আইফোনের নাম হতে পারে ‘এসই’।

ধারণা করা হচ্ছে আইফোন ৫এস এর মতো হতে পারে এর নকশা নমুনা।

উন্নত ক্যামেরা, অ্যাপল পে, লাইভ ছবিসহ নতুন একাধিক বৈশিষ্ট্য নিয়ে নতুন আইফোন বাজারে আসতে পারে বলে জানা যাচ্ছে।

ফিচার টা হতে পারে এইরূপ…………

  1. ৪ ইঞ্চি ডিসপ্লে
  2. A9 চিপ
  3. টাচ আইডি
  4. অ্যাপলে পে সাপোর্ট
  5. ৮ মেগাপিক্সেল এর রেয়ার ক্যামেরা,ইত্যাদি।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।