অ্যাপল এস ই আসছে কম দামে
কম দামে গ্রাহকদের হাতে হাতে আইফোন পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্য কে সামনে রেখে ২২ মার্চ এর ভিতরেই আসছে চার ইঞ্চি মাপের নতুন আইফোন।
নতুন এই আইফোনের নাম হতে পারে ‘এসই’।
ধারণা করা হচ্ছে আইফোন ৫এস এর মতো হতে পারে এর নকশা নমুনা।
উন্নত ক্যামেরা, অ্যাপল পে, লাইভ ছবিসহ নতুন একাধিক বৈশিষ্ট্য নিয়ে নতুন আইফোন বাজারে আসতে পারে বলে জানা যাচ্ছে।
ফিচার টা হতে পারে এইরূপ…………
- ৪ ইঞ্চি ডিসপ্লে
- A9 চিপ
- টাচ আইডি
- অ্যাপলে পে সাপোর্ট
- ৮ মেগাপিক্সেল এর রেয়ার ক্যামেরা,ইত্যাদি।