প্রযুক্তি আয়োজনসর্বশেষ টেক নিউজ

আইসিটি এক্সপো ২০১৬ শুরু বৃহস্পতিবারে

আগামী বৃহস্পতিবার ২য় বারের মত রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তে শুরু হতে যাচ্ছে আইসিটি এক্সপো ২০১৬। আয়োজক হিসেবে আছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)আইসিটি এক্সপো ২০১৬এবারের তিন দিনের মেলার মূল স্লোগান ‘ইন্টারনেট অব থিংস’। ৫০০০ স্কয়ারফিট আয়তনের এই মেলায় ১০০ এরো বেশি আকর্ষনীয় ব্র্যান্ড নিয়ে করা মেলায় মূলত প্রযুক্তি নির্ভর জীবন ধারার পাশাপাশি দেশি আইটি প্রতিষ্ঠানগুলো ও নবীন উদ্যোক্তাদের উদ্যোগ প্রদর্শিত হয়। এর মূল প্রান ৫ লক্ষাধিক আগত দর্শক।
৩ থেকে ৫ মার্চ এর এই মেলায় ১৩টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০টি ইনোভেটিভ প্রজেক্ট প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়।


একনজরে প্রজেক্টগুলোর একাংশঃ


মাইক্রো কন্ট্রোলারভিত্তিক কৃষি ব্যবস্থা-ঢাকা ইউনিভার্সিটি
ভয়েস কন্ট্রোল স্মার্ট হোম সিস্টেম – ইস্টার্ন ইউনিভার্সিটি
ভার্চুয়াল এটিএম- ইসলামি ইউনিভার্সিটি বাংলাদেশ
ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম

বিস্তারিত জানা যাবে ictexpo.com.bd তে

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।