প্রতিবেদনপ্রযুক্তি-বাজার

১৩টি দেশের সাথে গুগল ট্রান্সলেট এখন ১০৩

“গুগল ট্রান্সলেটর” হচ্ছে গুগলের একটা অনলাইন টুলস, যা দিয়ে সহজেই এক ভাষার লেখাকে অন্য ভাষায় রুপান্তর করতে পারি। ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী একটি বাক্যের প্রতিটা শব্দের শাব্দিক অর্থ সহ এক বা একাধিক বাক্য অনুবাদ করতে সাহায্য করে গুগল ট্রান্সলেটর।

gব্যবহারকারীদের আরো দৌরগোড়ায় পৌঁছে গেলো গুগল ট্রান্সলেটর।

এখন থেকে বিশ্বের ১০৩টি ভাষার অনুবাদ করা যাবে। যা বিশ্বের ৯৯ শতাংশ অনলাইন ব্যবহারকারীর সমস্যার সমাধান করবে বলে আশা করা যাচ্ছে।


গুগল ট্রান্সলেটে স্থান পাওয়া নতুন ১৩ টি ভাষাগুলো হল-


 

  1. (পাস্তো) আফগানিস্তান, পাকিস্তান
  2. (কুর্দিশ)তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া
  3. (জোসা) দক্ষিন আফ্রিকা
  4. (আমহেরিক) ইথিওপিয়া
  5. (ফ্রিসিয়ান) নেদারল্যান্ড, জার্মানি
  6. (সিন্ধু) ভারত, পাকিস্তান
  7. (কিরগিজ) কিরগিজস্তান
  8. (হাওয়াইন) হাওয়াই
  9. (আমহারিক) ইথিওপিয়া
  10. (কর্সিকান) ফ্রান্সের কর্স দ্বীপ
  11. (ফ্রিসিয়) ডেনমার্ক , জার্মানি ও নেদারল্যান্ডস
  12. (শোনা) জিম্বাবুয়ে
  13. (গ্যেলিক) লুক্সেমবার্গীয় , সামোয়ান , স্কটস।

২০০৬ সালের এপ্রিলে যখন গুগল ট্রান্সলেটর এর পথ ছলা শুরু হয় তখন ইংরেজি থেকে শুধুমাত্র আরবী, চীনা ও রাশিয়ান ভাষায় অনুবাদ করা যেতো।

দশ বছরের দীর্ঘ সময়ে নতুন ১৩টিসহ বর্তমানে মোট ১০৩টি ভাষা অনুবাদ করা যাচ্ছে।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।