ইন্টারনেটপ্রতিবেদন

২১ বছরে ইয়াহু

yahoo১৯৯৪ সালে সর্বপ্রথম পথ চলা শুরু ওয়েব পোর্টাল ও তথ্য অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইয়াহু তাদের ২১ বছর পূর্ণ করল।
জেরি ইয়াং ও ডেভিড ফিলো সাইটটির উন্নয়ন করেন ১৯৯৪ সালে।
কিন্তু ইয়াহু প্রাতিষ্ঠানিক রূপ পায় ১৯৯৫ সালে।
বর্তমানে একই সাথে ইয়াহুর সিইও ও প্রেসিডেন্ট হলেন মারিসা মায়ার। ইন্টারনেট ব্যবহারের শুরুতে যে সাইটগুলো তুমুল জনপ্রিয়তা পায় ইয়াহু তার মধ্যে অন্যতম। একজন সাধারণ মানুষের প্রয়োজনীয় অনলাইন সেবার প্রায় সব কিছুই সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
প্রথম দিকে সাইট টি ডেস্কটপ কম্পিউটারের কথা মাথায় রেখে নানা সেবা দিত। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জনপ্রিয়তা বাড়ায় এই দিকেই বেশী নজর দিচ্ছে ইয়াহু।
ফেসবুক এবং গুগল এর চাহিদার সাথে টিকতে না পারলেও প্রতি মাসে ৭০ কোটির বেশি মানুষ প্রতিষ্ঠানটির নানা তথ্যসেবা নেয়।
৩০ টি ভাষায় বিশ্বের প্রায় সব দেশেই প্রতিষ্ঠান টি তাদের কার্যক্রম পরিচালনা করে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানিভেলে ইয়াহুর বর্তমান সদর দফতর অবস্থিত।

ইয়াহুর সবচেয়ে বেশি পরিচিত সেবাগুলোর মধ্যে রয়েছে ই-মেইল, , অনলাইন অনুসন্ধান, মানচিত্র, ইনস্ট্যান্ট মেসেঞ্জার, সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদ ইত্যাদি।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।