অভ্র টাইপ করে অন্য কম্পিউটারে প্রিন্ট এ সমস্যা?
অভ্র, ওপেনসোর্স বাংলা টাইপিং সফটওয়্যার, দিয়ে কোন কিছু টাইপ করে অন্য কম্পিউটারে গিয়ে প্রিন্ট দিতে সমস্যায় পড়েননি এমন পাওয়া কষ্টকর। সেই সমস্যার সমাধান নিয়ে হাজির টেকপ্রেমী সাজিদুর রহমান সজীব, চলুন যোগ দিই।
একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আপনি যদি অভ্র দিয়ে লিখেন তাহলে সেই ফন্ট কিন্তু অতটা সুন্দর হয় না যতটা সুন্দর হয় বিজয় দিয়ে টাইপ করলে। এজন্যে আপনি যা করতে পারেন তা হলো SutonnyMJ মানে বিজয়ের সেই বিখ্যাত ফন্ট ব্যাবহার না করে আরেকটি ফন্ট ব্যাবহার করতে পারেন যার নাম SutonnyOMJ তবে এর জন্যে কিন্তু বিজয় এবং অভ্র উভয়ই আপনার ইন্সটল দেয়া থাকতে হবে। SutonnyOMJ দেখবেন অনেকটাই SutonnyMJ এর মত।
এই গেলো বিজয় টাইপ যারা পারেন না তারা কিভাবে অভ্র দিয়েই বিজয়ের মতো কাজ করবেন তার কথা। এবার আসি আরেক সমস্যা এবং সমাধানের কথায়…
আমি একবার এভাবে অভ্র দিয়ে টাইপ করে দোকানে গেলাম আমার একটা এপ্লিকেশন প্রিন্ট আউট করতে কিন্তু সেখানে গিয়ে দেখি আমার লেখা ফন্ট গুলো তাদের কম্পিউটারে সাপোর্ট করছে না।

কেননা তারা অভ্র ব্যাবহার করে না তারা বিজয় ব্যাবহার করে তাই এই সমস্যা। এমন সময় সমাধান কি বলুন তো? দোকানদারকে বলবো যে অভ্র ইন্সটল দিতে?
ছোট্ট একটা ট্রিক্স কাজে লাগান এমন ক্ষেত্রে তা হলো আপনার এই ওয়ার্ড ফাইলটাকে pdf ফরম্যাটে নিয়ে যান তারপর দোকানে নিয়ে গিয়ে দেখুন কি সুন্দর করে সব লেখা দেখা যাচ্ছে। এবার পিডিএফ প্রিন্ট আউট করুন যে কোন কম্পিউটার থেকে, সে কম্পিউটারে অভ্র থাকুক কিংবা নাইবা থাকুক…
পিডিএফ এডৌব রাইটার কিংবা অন্য কোন software দিয়ে করে নিতে পারেন। তবে আমার কাছে ছোট্ট একটা সফটওয়্যার ডুপিডিএফ আছে চাইলে ওটাও নিচ থেকে ডাউনলোড দিয়ে নিতে পারেন…
পাসওয়ার্ড www.sajidurshajib.wordpress.com
কিছু কিছু ক্ষেত্রে আবার SutonnyMJ ছাড়া কাজ করা যায় না যেমন আপনি যদি ফটোশপের কাজ করতে চান সেসকল ক্ষেত্রে। তখন কিভাবে অভ্র দিয়েই তার সমাধান করবেন তা নিয়ে আগামীবার লিখবো…
তার জন্যে টেকমাস্টার ব্লগ এর সাথেই থাকুন। আর কোন প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন…
চমৎকার লেখার জন্যে লেখক’কে অভিনন্দন।