সোশ্যাল মিডিয়া

বাংলাদেশ এশিয়া কাপ জিতলে…

এশিয়া কাপ ২০১৬ তে টানা ৩টি দলকে হারিয়ে ২য়বারের মত ফাইনালে বাংলাদেশ। এশিয়ার শ্রেষ্ঠত্ত্বের লড়াইয়ের পিছনে উতসাহ যোগাচ্ছে পুরো বাংলাদেশ। আর পেছনের উতসাহ ও যোগানদাতা ১৬ কোটি টাইগার এশিয়াকাপ জিতলে কি করবে তা একত্র হয়েছে ফেসবুক ইভেন্ট বাংলাদেশ এশিয়া কাপ জিতলে..বাংলাদেশ এশিয়া কাপ জিতলে...

ইফতিখার রনো ও তার বন্ধুদের সমন্বয়ে আয়োজিত এই ইভেন্টে এখন পর্যন্ত ৭৮ হাজার মানুষ সাড়া দিয়েছে সাথে আগ্রহী আছে আরো ৫৮ হাজার ক্রিকেটপ্রেমী।

এভেন্টটিতে একেকজন একেকভাবে ফাইনালে জিতলে কি করবেন জানিয়েছেন।

কেউ ছাইপাশ ছেড়ে দিবেন বলেছেন তো, কেউবা বিয়ে করে ফেলবেন বলে জানিয়েছেন। কেউ ছেলের নাম মাশরাফি রাখা থেকে শুরু করে কেউবা নামাজের নিয়ত করে ফেলেছেন।

BD-cricket-Team

 

তা বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ জিতলে আপনি কি করবেন??

জানান মন্তব্যের ঘরে আর জয়েন করুন ফেসবুক ইভেন্টটিতে

লাকি এফএম

টেক-আসক্ত লাকিএফএম টেকমাষ্টার ব্লগের একজন উপ-প্রতিষ্ঠাতা ও প্রশাসক। পাশাপাশি তথ্য প্রযুক্তি সেবামূলক প্রতিষ্ঠান ধ্রুবক অল রাউন্ডার এ কাজ করছেন। যোগাযোগঃ ফেসবুক টুইটার গুগল প্লাস ইমেইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।