অনুপ্রেরণাসোশ্যাল মিডিয়া

ফেসবুক ও মারা যাওয়া মানুষগুলোর আইডি!

কখনো ভেবেছেন কি ? কি হবে আপনার ফেসবুক প্রোফাইলের যখন আপনি মারা যাবেন? কখনো প্রশ্ন জাগে? যে আপনার বন্ধুরা আসলে কি রি-অ্যাকশন দেখাবে তখন? কেউ কি মনে রাখবে আপনাকে? আপনার প্রোফাইল টি কি থাকবে? নাকি ডিলেট করে দিবে ফেসবুক? যদি প্রশ্ন এসে থাকে তবে এই পোস্ট আপনার জন্যই আর প্রশ্ন নাও জেগে থাকে তবে জেনে নিন এখনি কারণ তাই ঘটবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যখন আপনি এই দুনিয়ায় থাকবেন না...

 

ফেসবুকইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস-এর হিসাবে বর্তমানে ফেসবুক ব্যাবহার করছেন প্রায় ১.৫ বিলিয়ন মানুষ!!! ২০১৫ সালে আনুমানিক ৯লাখ ৭০ হাজার ফেসবুক ব্যাবহারকারী মারা গিয়েছেন! আর ২০১০ সালে প্রায় ৪লাখের কাছাকাছি! একবার কল্পনা করুন ৪০-৫০বছর পরে ফেসবুকে মরে যাওয়া মানুষের আইডির সংখ্যা কতো হতে পারে?? এই শতাব্দী শেষে তাহলে তো ফেসবুক কবরস্থান হয়ে যাওয়ার কথা তাইনা? কারন তখন জমা হবে লাখে লাখে আইডী! যাদের মালিকরা আর আপডেট করবেন না কিছু! দুঃখ-সুখগুলো সবার সাথে ভাগ করে নিবেন না !

মানুষগুলো দুনিয়া থেকে হারিয়ে গেলেও হারাবেনা ফেসবুক থেকে !! জ্বি হ্যা ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে  তার সকল ব্যাবহারকারীর আইডি রাখার! এমনকি মরে যাওয়ার পরেও ! এর জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে যার নাম লিগ্যাসি কন্টেন্ট… যদিও এই নিয়ে বেশ সমালোচনায় আছে প্রতিষ্ঠানটি!

এর মাধ্যমে ব্যাবহারকারীরা তাদের মারা যাওয়ার পর তাদের আইডি দেখাশোনার জন্য কাউকে নমিনিও দিতে পারবেন! মৃত্যুর পর ব্যক্তির বন্ধু বা পরিবারের সদস্য অ্যাকাউন্টটি ‘স্মারক’ হিসেবে ব্যবহারের জন্য অনুরোধ করতে পারবেন। প্রোফাইলে নামের পরে ‘রিমেম্বারিং’ শব্দটা লেখা থাকবে। সেখানে বন্ধুরা ব্যক্তির স্মরণে ছবি বা পোস্ট দিতে পারবে। আর মৃত ব্যক্তির পোস্টকৃত সবকিছুও দেখা যাবে। তবে চাইলে সেটা একেবারে বন্ধও করে দেওয়া যাবে নমিনিও আইডির সাহায্যে !

চলুন এখন কিছু স্ক্রীনশট দেখি ! বলে রাখা ভালো…এরা বাঙ্গালী…আর এদের কেউ ই আর বেচে নেই যদিও বেচে আছে তাদের ফেসবুক অ্যাকাউন্টটি! more jawa 5

more jawa 6

more jawa 9       more jawa 10 more jawa 11           more jawa 12 more jawa 14            more jawa 15 more jawa 16    more jawa 17 more jawa 19          more jawa 20 more jawa 21

আজ এটুকুই থাকুক… আবার দেখা হবে…

উদয়

সবার মধ্যেই কিছু না কিছু থাকে,সেই কিছু খোজার প্রচেষ্টাতেই আছি। ভালো লাগে টেকনোলজি,তাই টেক-মাস্টারব্লগের সাথে সম্পৃক্ততা ।

One thought on “ফেসবুক ও মারা যাওয়া মানুষগুলোর আইডি!

  • অজ্ঞাতনামা কেউ একজন

    আরও কয়েকটা এইরকম fb id দেখতে মন চাচ্ছে

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।