সর্বশেষ টেক নিউজ

ইমেইল উদ্ভাবক রে টমলিনসন এর বিদায়

111আধুনিক যোগাযোগ বিশ্বের এক অন্যতম বিস্ময় ইমেইল। ইলেক্ট্রনিক মেইলকেই সংক্ষেপে ইমেইল বলা হয়।
এই ইমেইল ছাড়া আধুনিক বিশ্বের যোগাযোগ প্রায় অসম্ভব
“রে টমলিনসন” ইমেইল এর উদ্ভাবক।
এই মহান মানুষ টা চলে গেলেন না পেরার দেশে।
মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৭৪।
১৯৭১ সালে তিনি প্রথম ই মেইলের মাধ্যমে ইলেক্ট্রনিক বার্তা আদান প্রদানের বিষয়টি শুরু করেন।আর বর্তমানে এমন একটা পর্যায় এসে দাঁড়িয়েছে জে,ইমেইল ছাড়া বহির্বিশ্বে যোগাযোগ আদান প্রদান প্রায় অসম্ভব।
সব ধরনের ইমেইলের ক্ষেত্রে যে “@” প্রতীকের ব্যবহার করা হয় তার প্রচলন শুরু হয় তার মাধ্যমে।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।