অ্যান্ড্রয়েড এপ্লিকেশন/গেমস রিভিউ

ভূমিকম্পের অগ্রীম বার্তায় মাই শেক অ্যাপ

মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এমন একটি নতুন অ্যাপ তৈরি করেছেন,ধারণা করা হচ্ছে যার মাধ্যমে ভূকম্পনে কেঁপে ওঠার ঠিক আগেই স্মার্টফোন জানিয়ে দেবে বিপদের আগাম বার্তা। মার্কিন গবেষক দলের মতে সেনসর হিসেবে কাজ করে মানুষের SONY DSCজীবন বাঁচাতে সাহায্য করবে মাই সেক (MyShake) নামের এই অ্যাপ টি।
অ্যাপটি স্মার্টফোনের মোশন সেন্সরের মাধ্যমে তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং ডয়েচ টেলিকম এজির গবেষকদল। এর মাধ্যমে কম্পনের কয়েক সেকেন্ড আগে ভূমিকম্পের ব্যাপকতা, মাত্রা এবং যাবতীয় তথ্য পৌঁছে যাবে অ্যাপটির ব্যবহারকারীদের কাছে।এই অ্যাপ ব্যাবহার এর মাধ্যমে ব্যবহারকারীরা অগ্রিম সতর্কতার মাধ্যমে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে পারবেন বলে বলা হচ্ছে।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।