অভ্র দিয়েই বিজয় লিখুন সবখানে
আপনি অভ্র টাইপিং টুলস ইউজার, কিন্তু ধরুন এমন এনভায়রনমেন্টে কাজ করছেন যেটা আসকি ফরমেট সাপোর্টেড, তাহলে উপায়?? টেকপ্রেমী সাজিদুর রহমান সজীব দেখাবেন কিভাবে অভ্র দিয়েই বিজয় লিখবেন সবখানে।
কেমন আছেন বন্ধুরা? আশাকরি ভালো…
গতবার আমি আপনাদের সাথে অভ্র দিয়ে টাইপ করা কোন কিছু কোথায় প্রিন্ট দিতে নিয়ে গেলে সেখানে সাপোর্ট না করলে তা কিভাবে সাপোর্ট করাতে হবে তা নিয়ে কথা বলেছিলাম। সেই পোস্টটি আপনি পড়ে না থাকলে এখানে গিয়ে পড়ে আসতে পারেন…
আজও আপনাদের সাথে আমি আবার অভ্র নিয়ে কথা বলতে এসেছি। আজকের বিষয় হলো – যেখানে SutonnyMJ ফন্ট ছাড়া আপনি অভ্র এর অন্য কোন ফন্ট ব্যাবহার করতে পারবেন না সেখানে আপনি কিভাবে অভ্র দিয়ে কাজ চালাবেন? বুঝতে পেরেছেন? বুঝতে না পারলে উদাহরণ সহকারে আপনাকে বুঝিয়ে বলছি-
এডৌব ফটোশপে ধরুন আমি বাংলায় কিছু লিখতে চাচ্ছি। কিন্তু সেখানে তো অভ্র এর SutonnyOMJ ফন্ট সাপোর্ট করছে না, সেখানে প্রয়োজন বিজয় ব্যাবহার করে SutonnyMJ দিয়ে লিখা। এখন কি করবেন? শুধু এডৌব ফটোশপ নয় ভিডিও এডিটিং থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যারে আমরা এমনটা দেখতে পাই। বিজয় ছাড়া যদিও এখানে কোন উপায় নেই তবুও আসুন আমরা অভ্র দিয়ে এই কাজটি করবো তার একটি উপায় দেখি…
নিচের ধাপ গুলো অনুসরণ করুন-
১। আপনার কম্পিউটারে বিজয় এবং অভ্র উভয়ই ইন্সটল দেয়া থাকতে হবে।
২। এবার নিচের চিত্রে দেখানোর মতো Unicode to Bijoy converter এ ক্লিক করুন। এবার দেখবেন একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে।
৩। এই উইন্ডো তে দুটি বক্স দেখা যাচ্ছে । একটি উপরে ও একটি নিচে। উপরের বক্সে আপনি অভ্রর সাধারণ ফন্ট ব্যাবহার করে যা লিখতে চান তা লিখুন। লেখা শেষ হলে convert to bijoy encoding বাটনে ক্লিক করুন।এবার দেখবেন নিচের বক্সে আপনি যা লিখেছিলেন তাই দেখাচ্ছে কিন্তু তা বিজইের SutonnyMJ ফন্টে দেখাচ্ছে।
৪। এখন যেখানে লেখাটি বসাতে চান সেখানে এই লেখাটি কপি করে পেস্ট করে দিন। তবে পেস্ট করার আগে সেখানে SutonnyMJ select করে নিন। যেমন- এডৌব ফটোশপে লেখাটি পেস্ট করেতে চাইলে উপরে ফন্ট সিলেকশনের জায়গায় SutonnyMJ select করে নিন।
আশাকরি আপনাদের আমি বিষয়টি বুঝাতে পেরেছি কিন্তু কেউ না বুঝতে পারলে লেখাটি আবার পরুন এবং তার সাথে কাজটি এভাবে করার চেষ্টা করুন।
লেখাটি ভালো লেগে থাকলে এবং আমাদের ব্লগের অন্যান্য পোস্টের আপডেটঁ পেতে চাইলে আমাদের ব্লগের ফেইসবুক পেইজ টেকমাস্টার ব্লগ এ লাইক দিয়ে সাথেই থাকুন।
-ধন্যবাদ