হ্যান্ডসেট চার্জ হবে পানি দিয়ে
পানির অপর নাম জীবন আর তরূনদের জীবন এর অপর নাম স্মার্টফোন। প্রতিদিনই সেই ফোন এর চার্জ নিয়ে ঝামেলায় পড়ি। চার্জ থাকেনা বললেই চলে। তাই এই মহা সমস্যা সমাধান করতে এবং আমাদের জীবন বাচাতে বিজ্ঞানীরা নিয়ে আসছে নতুন এক সমাধান। যা শুনলে আপনি চমকে উঠবেন।
চাঞ্চল্যকর সমাধান হল এবার হ্যান্ডসেটটি চার্জ হবে পানির সাহায্যে। ভাবতে অবাক লাগছে তাই না? অবাক হওয়ার কিছুই নেই এটাই হতে যাচ্ছে। জেএকিউ প্রতিষ্ঠানের বিজ্ঞানিরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিস্কার করেছে যা দেখতে অনেকটা ক্রেডিট কার্ড এর মত। এ ডিভাইস এর ভিতর রয়েছে এক ধরণের লবণাক্ত পানি।
পাওয়ার ব্যাংক এর মতই এটি দিয়ে ফোনে চার্জ দেওয়া যাবে। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড ১৮০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সমান ইলেকট্রিক তৈরি করতে পারে। এছাড়াও এটি কম্পিউটারের মত ইলেকট্রিক কার্ড দিয়ে চার্জ দেওয়া যাবে। এ বছরের শেষের দিকে পাওয়ার কার্ডটি বাজারে পাওয়া যাবে।