ইলেকট্রনিক্স

মজার ইলেক্ট্রনিক্সঃ ১ওয়াট’র অডিও অ্যামপ্লিফায়ার তৈরী

মজার ইলেক্ট্রনিক্সঃ ১ওয়াট'র অডিও অ্যামপ্লিফায়ার তৈরী 2 মজার বিষয় ইলেক্ট্রনিক্স, যা দিয়ে তৈরী করা সম্ভব ছোট কিংবা বড় কাজের কিংবা অকাজের নানান ধরনের জিনিসপাতি। আজকে আমাদের ইলেক্ট্রনিক্স বিভাগের প্রথম ব্লগপোষ্ট নিয়ে আসছেন টেকপ্রেমী রুবেল টিটিসি যিনি দেখাবেন ১ ওয়াটের অডিও এমপ্লিফায়ার তৈরীর পদ্ধতি, তা হলে দেরী না করে আজই শিখুন উপায়টি 😉

 

সবাই ভালতো ? আজ আমি আপনাদের একটি Simple অডিও অ্যাম্পলিফায়ার বানানো শিখাবো ! এটি যে কেউ বানাতে পারবেন ! কারণ এটি খুব ছোট একটি সার্কিট !

প্রয়োজনীয় যন্তপাতিঃ

  • 10uF 16V এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
  • 470uF 16V এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
  • 0.22uF যার কোড 224 এই মানের নোন পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
  • 470 ওহমের রেজিস্ট্যান্স একটি ! 5 কিলোওহমের ভেরিএবল রেজিস্ট্যান্স একটি !
  • 2 ওয়াটের 10 ওহমের রেজিস্ট্যান্স একটি !
  • LM 317 এই নাম্বারের রেগুলেটর আইসি একটি !
  • 8 ওহমের স্পিকার একটি !
  • 9 ভোল্টের ব্যাটারী একটি !

এবার চিত্রের মত করে সংযোগ দিন !

সার্কিট ডায়াগ্রামঃ

TTC Tunesকি অবাক হলেন তো?

ভাবছেন LM 317 এটি তো রেগুলেটর আইসি , এটি দিয়ে কিভাবে অডিও আউট হবে ? যদিও এটি একটি রেগুলেটর আইসি তবুও এটি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন অডিও আউট পুট করবে ! এই আইসি এর সাথে ভালমানের হিট সিংক লাগাতে হবে ! এবং ভেরিএবল রেজিস্ট্যান্স দিয়ে ভলিউম কম বেশি করতে হবে !

বুঝতে অসুবিধে হলে মন্তব্যের মাধ্যমে জানানা অথবা নিম্বাজ ইয়াহু ও ফেসবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
ব্লগপোষ্টটি ফেসবুক এ শেয়ার করুন !

One thought on “মজার ইলেক্ট্রনিক্সঃ ১ওয়াট’র অডিও অ্যামপ্লিফায়ার তৈরী

  • অজ্ঞাতনামা কেউ একজন

    গুড

    Reply

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।