মজার ইলেক্ট্রনিক্সঃ ১ওয়াট’র অডিও অ্যামপ্লিফায়ার তৈরী
মজার বিষয় ইলেক্ট্রনিক্স, যা দিয়ে তৈরী করা সম্ভব ছোট কিংবা বড় কাজের কিংবা অকাজের নানান ধরনের জিনিসপাতি। আজকে আমাদের ইলেক্ট্রনিক্স বিভাগের প্রথম ব্লগপোষ্ট নিয়ে আসছেন টেকপ্রেমী রুবেল টিটিসি যিনি দেখাবেন ১ ওয়াটের অডিও এমপ্লিফায়ার তৈরীর পদ্ধতি, তা হলে দেরী না করে আজই শিখুন উপায়টি 😉
সবাই ভালতো ? আজ আমি আপনাদের একটি Simple অডিও অ্যাম্পলিফায়ার বানানো শিখাবো ! এটি যে কেউ বানাতে পারবেন ! কারণ এটি খুব ছোট একটি সার্কিট !
প্রয়োজনীয় যন্তপাতিঃ
- 10uF 16V এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
- 470uF 16V এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
- 0.22uF যার কোড 224 এই মানের নোন পোলারিস্ট ক্যাপাসিটর একটি !
- 470 ওহমের রেজিস্ট্যান্স একটি ! 5 কিলোওহমের ভেরিএবল রেজিস্ট্যান্স একটি !
- 2 ওয়াটের 10 ওহমের রেজিস্ট্যান্স একটি !
- LM 317 এই নাম্বারের রেগুলেটর আইসি একটি !
- 8 ওহমের স্পিকার একটি !
- 9 ভোল্টের ব্যাটারী একটি !
এবার চিত্রের মত করে সংযোগ দিন !
সার্কিট ডায়াগ্রামঃ
কি অবাক হলেন তো?
ভাবছেন LM 317 এটি তো রেগুলেটর আইসি , এটি দিয়ে কিভাবে অডিও আউট হবে ? যদিও এটি একটি রেগুলেটর আইসি তবুও এটি 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন অডিও আউট পুট করবে ! এই আইসি এর সাথে ভালমানের হিট সিংক লাগাতে হবে ! এবং ভেরিএবল রেজিস্ট্যান্স দিয়ে ভলিউম কম বেশি করতে হবে !
বুঝতে অসুবিধে হলে মন্তব্যের মাধ্যমে জানানা অথবা নিম্বাজ ইয়াহু ও ফেসবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
ব্লগপোষ্টটি ফেসবুক এ শেয়ার করুন !
গুড