ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড চেঞ্জ / পরিবর্তন
বাসায় ওয়াইফাই রাউটার কম গতি দিচ্ছে? আইএসপি কে ফোন দিলে উত্তর পেলেন তাদের ওখানে সব ঠিকই আছে, আপনি সম্পূর্ণ গতিই ব্যবহার করছেন।
ভাবলেন রাউটারে সমস্যা, গেলেন ওয়ারেন্টিতে। সেখানেও একই উত্তর ‘রাউটার ঠিকই আছে’। কিন্তু বাসায় এসে দেখলেন আবার একই সমস্যা আবার মাঝে মাঝে ঠিকই গতি পাচ্ছেন।
খুঁজে দেখেন আপনার অজান্তেই অন্য কেউ আপনার ওয়াইফাই রাউটার ব্যবহার করছে।
এত চিন্তা করেন কেন, টেকমাস্টার ব্লগ আছেনা। ওয়াইফাই সম্পর্কে সকল প্রাথমিক সমস্যার সমাধান পাবেন এই ব্লগ ঘাঁটলেই।
টিউটোরিয়াল রাউটার পাসওয়ার্ড পরিবর্তন
এর সমধান কি শুধুই ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন?
না, আরও অনেক অ্যাডভান্স সুরক্ষা আপনার রাউটারেই রয়েছে তবে পাসওয়ার্ড পরিবর্তনই সবচেয়ে সহজ ও প্রাথমিক সমধান।টিপি-লিংক ও টেন্ডা রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড বদলানোর সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল পাবেন নিচের দুইটি ভিডিওতে। তারপরেও কারো পাসওয়ার্ড পরিবর্তনে অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেনঃ
টিপিলিঙ্ক রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন-