আসছে নতুন অ্যান্ড্রয়েড এন, একনজরে ফিচারগুলো
আসছে নতুন অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম… N
হা গুগল সম্প্রতি ঘোষনা দিয়েছে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন “N” এর ! যদিও এর আসল নামটি এন নয়! এখনো এর নাম প্রকাশ করেনি গুগল…তার আগ পর্যন্ত এই অপারেটিং সিস্টেমকে এন বলেই জানা গেছে। জেলিবিন(J), কিটক্যাট(K), ললিপপ(L) ,মারশোমালো(M) সবাই ইংরেজী বর্ণমালার সেই J-K-L-M পার করে আসছে তাই আমরা ধরে নিতেই পারি নেক্সট ভারসনটি হবে N দিয়ে ! হতে পারে এটা নেকটার কিংবা Nutella কিঙ্গবা হয়তো Nacho?
বলে রাখা ভালো খুব বেশিদিন হয়নি গুগলের মারশোমালো বের হয়েছে । দুনিয়ার মাত্র ৩% ফোনে এখন মারশোমালো অপারেটিং সিস্টেম চলছে…আর ললিপপ চলছে মাত্র ৩৬% অ্যান্ড্রয়েডে !!
এতো কম সময়ে ২-৩টা অ্যান্ড্র্যেড অপারেটিং সিস্টেম দ্বিধায় ফেলে দেবে ব্যাবহারকারীদের !! অন্ততো এমনটাই আমার ধারনা…
চলুন দেখা যাক আপকামিং এই অপারেটিং সিস্টেমের নতুন ফিচারগুলো ঃ-
- এই অপারেটিং সিস্টেমে একই সাথে চালাতে পারবেন দুটি অ্যাপস। অর্থাৎ ডিভাইসের স্ক্রীনকে দুই ভাগে ভাগ করে আপনি কাজ করতে পারবেন একসাথে…
- একটা অ্যাপস থেকে খুব সহজেই অন্য অ্যাপসে তথ্য কপি করা যাবে…
- নতুন RemoteInput API এর সাহাযে মেসেজ-নোটিফিকেশনের প্রতিউত্তর দেওয়া যাবে আরো দ্রুত ও সহজে।
- নতুন সফটওয়ার যোগের সাথে সাথে সেটিং এর মধ্যে বেশ পরিবর্তন আনছে । যা একে আরো আকর্ষণীয় করে তুলবে…বাড়ছে ব্যাটারী লাইফ ও…
খুব সম্ভবত JAVA 8 language সাপোর্ট ও পেতে যাচ্ছে এই নতুন ভার্সন এর অপারেটিং সিস্টেমটি।
বেশ আকর্ষণীয় ই বটে ! তবে এখনো বেটা ভার্সন নিয়েই কাজ চাল্লাছে গুগলের ডেভলপার টিম… সেই হিসেবে নানা হাত হয়ে আমাদের দেশে এটি সহজলভ্য হতে হতে হপেক্ষা করতে হবে আরো এক বছরের মতো !! ততোদিনে বের হয়ে যাবে অন্য কিছু …