ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলেট করা
“ফেসবুক” তরুণ,কিশোর,যুবক,বৃদ্ধ সকলের কাছেই সমান ভাবে জনপ্রিয় একটা সামাজিক যোগাযোগ সাইট। বর্তমান সময়য়ে খুব কমই মানুষই পাওয়া যায় যাঁদের একটা ফেসবুক আইডি নাই। এমনকি কি কেউ কেউ ৩ থেকে ৪ টা আইডিও একি সাথে চালান।
তবুও সময়ের প্রয়জনে বাস্তবতার কারণে অনেকই চান তাদের ফেসবুক আইডি টা চিরতরে ডিলেট করে দিতে।
আজ আমি লিখব কি করে একটা ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলেট করে দেওয়া যায়।
- প্রথমেই ফেসবুক অ্যাকাউন্ট এ লগ ইন করে প্রবেশ করতে হবে।
- লগ ইন করে প্রবেশ করার পর একটা জিনিষ মনে রাখতে হবে ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলেট করে দিলে ব্যাবহারকারী আর কখনই তাঁর ফেসবুক এ রাখা কোন ধরনেরই ডকুমেন্টস আর নিতে পারবে না।তাই ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার পূর্বে ফেসবুক এ সংরক্ষিত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো পিরে পেতে যেতে হবে প্রথমে ফেসবুক এর সেটিংস্ মেনু তে,যেমন এই রুপঃ- {সেটিংস্-জেনারেল-ডাউনলোড এ কপি অফ ইয়উর ফেসবুক ডাটা}
- এইভাবে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো ডাউনলোড করে রেখে দেওয়া যাবে।
- এইবার আসা যাক কি করে আইডি ডিলেট করবো।
- Privacy shortcuts নামে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করতে হবে।
- Privacy Shortcuts এ প্রবেশ করার পর একটা সার্চ বক্স আছে ওইটাতে ক্লিক করে প্রবেশ করতে হবে।
- এইবার উক্ত বক্স এ লিখতে হবে how do I permanently delete my account?
- এইটা লিখে এন্টার বাটনে ক্লিক করতে হবে।
- উক্ত লিঙ্ক এ প্রবেশ করার পর দেখা যাবে একটা লেখা আসে……
- এই লেখা গুলোর ভিতরে let us know লেখা টাতে প্রবেশ করতে হবে।
- এই লেখা টাতে প্রবেশ করার পর অন্য একটা লিঙ্ক আসবে …যেমন এই রূপ……
- উক্ত লেখার Delete My Account এ ক্লিক করতে হবে।
- এর পর আরও একটা অপশন আসবে।
- অ্যাকাউন্ট চিরতরে ডিলিট হওয়ার জন্য উক্ত স্থানের password এর জায়গায় password দিতে হবে।
- এর পর নিছে এসে ok বাটন এ ক্লিক করতে হবে।
- ব্যাস,হয়ে গেলো…………………।।
(N:B) একটা জিনিষ মনে রাখতে হবে অ্যাকাউন্ট চিরতরে মুচে দিলেও ধরেই তা ডিলিট হয়ে যায় না।এই ক্ষেত্রে ফেসবুক ৯০ দিন সময় নিবে।এর ভিতরে ক্রমান্বয়ে আইডি ডিলিট হবে।
তবে এই ৯০ দিন এর ভিতর কেউ যদি চায় তাঁর আইডি আবারো পিরত পেতে তবে ফেসবুক এ আবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলেই হবে।
আল্লাহ্ হাফেয………………।
সবার সুস্থতা কামনা করে আজকের মতো এইখানেই বিদায়।
ধন্যবাদ………।।
ভালো পোস্ট ছিলো