আইফোনের পর অ্যান্ড্রয়েডে নাইট মোড
বিশ্বের শ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় অ্যান্ড্রয়েড এন বেটা ভার্সনে যুক্ত করা হয়েছে নাইট মোড ফিচার। ঘুমানোর আগে স্মার্টফোন ব্যবহার করলে চোখে অতিরিক্ত আলো প্রবেশের ফলে ব্যবহারকারির ঘুমে ব্যাঘাত ঘটে, অত্যাধিক আলো দেখার পর সহজে ঘুম আসেনা। তাই ব্যবহারকারিদের স্বাস্থ্য রক্ষায় এই নাইট মোড ফিচার যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড এন অপারেটিং সিস্টেমে। অনেকেই মনে করে অ্যাপলের আইওএস ৯.৩ সংস্করনে যুক্ত হওয়া নাইট শিফটের কপি-পেস্ট ফিচার।
মতবাদ যাই হোক, এবার চলুন আমরা জেনে আছি অ্যান্ড্রয়েড নিউট্যেলার নাইট মোড সম্পর্কে।
কিভাবে কাজ করবে এই নাইট মোড ফিচার?
গুগলের নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকছে অটোমেটিক ব্রাইটনেস ও ডার্কার থিম সচল করার ক্ষমতা। নাইট মোড চালু করা থাকলে ব্যবহারকারির স্থান ও সময় বুঝে স্মার্টফোনের ডিসপ্লের আলোর পরিমাণ কম-বেশি করবে। তার সাথে বোনাস হিসেবে স্ক্রীনের আলোর তাপমাত্রাও নিয়ন্ত্রন করে ব্যবহারকারির চোখ এবং ঘুম দুটোই ঠিক রাখবে।
কম্পিউটারে আমরা যেমন f.lux ব্যবহার করি ঠিক একইভাবে কাজ করবে এই অ্যাপটি। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে গুগল তাদের অ্যান্ড্রয়েড মার্সমেলো সংস্করনের বেটা ভার্সনে এই অ্যাপটি সংযুক্ত করলেও ফাইনাল ভার্সনে তা বাতিল করে দেয়। তবে এবার অ্যাপলের নাইট শিফট প্রচুর পরিমানে গ্রাহক সাড়া পাওয়ায় অ্যান্ড্রয়েড এনের ফাইনাল ভার্সনেও এটি যুক্ত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।