টিপস/ট্রিক্স

ভিডিও থেকে জিআইএফ এনিমেশন কনভার্ট

ফেসবুক কিংবা টুইটার এ জিএইফ এনিমেটেড ইমেজ এর ব্যবহার বেশ ভাল ভাবেই পরিলক্ষিত হয়। কিভাবে  ভিডিও থেকে জিআইএফ এনিমেশন কনভার্ট করা যায় তা দেখবো টেকপ্রেমী সাজিদুর রহমান সজীব থেকে।এখন ফেইসবুকে আসলেই দেখা যায় ভিডিওর চেয়ে gif ফরম্যাটে ইমেজের সংখ্যাই বেশি।এসকল এনিম্যাটেড ইমেজ আপনি চাইলে এডৌব ফটোশপ দিয়ে বানাতে পারেন কিন্তু এর চেয়ে বেশি সহজ হয় যদি কোন কনভার্টার ব্যাবহার করেন । তেমনি একটি ফ্রি কনভার্টারের কথাই আজ আপনাদের বলবো-

নিচে সেই সফটওয়ারটির ডাউনলোড লিংক দেয়া হলো

download-buttonএবার আসি কিভাবে এটা ব্যাবহার করবেন।
ইন্সটল দেয়ার পর এই সফটোয়্যারটি ওপেন করে Open button এ ক্লিক করে আপনার কাঙ্খিত ভিডিও ফাইলটিব্রাউজ করুন।
1ব্রাউজ করার পরে আপনি নিচে দুটি বাটন Start এবং End দেখতে পারবেন। এবার ভিডিওটির যেখান থেকে কনভার্ট করতে চান সেই জায়গাটি সিলেক্ট করে Start এ ক্লিক করুন এবং যেখানে শেষ হবে তা সিলেক্ট করে End ক্লিক করুন।
2এখানে একটি Crop করারও অপশন আছে ।চাইলে ভিডিওর অপ্রয়োজনীয় অংশটি ক্রপ করে নিতে পারেন। কাজ শেষ। এবার কনভার্টে ক্লিক করুন…
কনভার্ট করা শেষ হলে Save gif file এ ক্লিক করে আপনার ফাইলটি মানে এনিমেটেড গিফটি সেভ করুন।
3

-ধন্যবাদ…
আজকের মত এই পর্যন্তই।

সজীব

ভালবাসি পড়তে ও চেষ্টা করি লিখতে। লিখতে মাঝে মাঝে ইচ্ছে হয় বলে মানুষের গল্প শুনি, মানুষের সাথে কথা বলি, আড্ডা দেই... এভাবেই কিছু শিখি, সেভাবেই লিখি। এখানে আমার নিজের কৃতিত্ব নেই। সব আপনাদের, মানে আপনারা যারা কিনা আমার সাথে আড্ডা দেন তাদের...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।