মঙ্গলবার পর্যন্ত স্লো ইন্টারনেট
আজ দুপুরে হটাৎ করে ঢাকার বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কয়েকটি আইএসপি থেকে ফোনের মাধ্যমে জানা যায় বিএসসিসিএল কোম্পানিটির এসএমডাব্লিউফোর কনসোর্টিয়ামের রিপিটার রিপ্লেসমেন্টের জন্য দুই-তিন দিন পর্যাপ্ত ব্যান্ডউইথ সরবরাহে বাঁধা সৃষ্টি হতে পারে।
BSCCL- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে দেশে যে ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করা হয় তার মূল নিয়ন্ত্রনকর্তা প্রতিষ্ঠান। দেশের বেশিরভাগ লোকাল আইএসপিই এদের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে গ্রাহক পর্যায়ে সরবরাহ করে।
আজকে থেকে সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড বাংলাদেশ, ভারতের মুম্বাই ও চেন্নাইয়েও একই সাথে রিপিটার রিপ্লেসমেন্টের কাজে নেমেছে। যাতে আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গিয়েছে। এর ফলে বিএসসিসিএল তার মূল উৎস থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ পাচ্ছে না। ফলে দেশীয় আইএসপি সংগঠনগুলো, যারা বিএসসিসিএলের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে দেশীয় বাজারে ভারতের মুম্বাই ও চেন্নাইয়ে রিপিটার রিপ্লেসমেন্ট কার্যক্রম চলছে। যা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। এর ফলে বিএসসিসিএল তার সরবরাহ উৎস থেকে পর্যাপ্ত ব্যান্ডউইথ পাচ্ছে না। এতে দেশীয় আইএসপি সংগঠনগুলো, যারা বিএসসিসিএলের কাছ থেকে ব্যান্ডউইথ কিনে দেশীয় বাজারে ব্যান্ডউইথ সরবরাহ করছে, তারা বিএসসিসিএলের থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ না পাওয়ার ফলে দেখা দিয়েছে গ্রাহক পর্যায়ে ব্যান্ডউইথ সরবরাহে ঘাটতি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আইএসপি জানান রিপিটার রিপ্লেসমেন্ট কার্যক্রম ছাড়াও গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার দীর্ঘ রাস্তার সংস্কার কাজ চলছে। যার ফলে প্রায় সময়েই ভূগর্ভস্থ আইটিসি ক্যাবল কাটা পড়ছে, এতে করে ভারত থেকে আমদানিকৃত ব্যান্ডউইথের সরবরাহও নিয়মিতভাবে বাধাগ্রস্ত হচ্ছে।