বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যন্ডউইডথ মনিটরঃ ডি ইউ মিটার ৫.২০ ফুল ভার্শন
নেটওয়ার্ক পর্যবেক্ষন, অনাকাংখিত নেটওয়ার্ক এক্টিভিটি ওয়ার্নিং, ডাটা ট্রান্সফার রেট, ইউজেজ ডিটেইলস রিপোর্ট ইত্যাদি কাজের জন্য এক কথায় সহজ সমাধান ডিইউ মিটার। আর টেকপ্রেমী নুরমোহাম্মদ ভুইয়া আজকে এই ডিইউ মিটার নিয়েই সাজিয়েছে বিষদ এই পোষ্টটি, তাহলে দেরী না করে এখনি লুফে নিন আপনার কপিটি…
প্রথমে ডিইউ মিটার সেটাপ ফাইল ও ক্র্যাক ডি ইউ মিটার ৫.২০ নামিয়ে নিন।
উল্লেখ্য যারা ডিইউ মিটারের বিকল্প খুজছেন তারা সম্পূর্ন ফ্রিতে নেট স্পিড মনিটর ব্যবহার করতে পারেন।
সেটাপ পদ্ধতিঃ
তারপর তা চিত্রের মত ধাপে ধাপে ইনষ্টল করুন ।
Launch DU Meter থেকে টিক চিহ্ন তুলে দিয়ে ফিনিস দিন। অবশ্যই ডি ইউ মিটার উপেন করবেন না।
তারপর টাস্ক মেনেজার উপেন করে সার্ভিস এ যান ।
DU Meter Service খুজে বের করে Stop Service এ ক্লিক করুন । এখন ডি ইউ মিটারের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে।
এবার আপনার ক্রাক করার পালা। যে ফাইলটি নামিয়েছেন সেটার মধ্যে Crack ফাইলটি থেকে এই তিনটি ফাইল কপি করুন ।
তারপর C:\Program Files\DU Meter পাথে কপি এন্ড রিপ্লেস করুন ।
এরপর C:\Program Files\DU Meter পাথে থাকা রেজিস্ট্রেশন ফাইলটি ক্লিক করুন এবং ধাপে ধাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
রেজিস্ট্রেশন হয়ে গেছে।
এবার C:\Windows\System32\drivers\etc পাথ থেকে Host ফাইলটি কপি করে ডেক্সটপে নিন। তাপর সেটা Notepad দিয়ে উপেন করুন। এবং ছবির মত 127.0.0.1 www.hageltech.com ইডিট করে সেভ করুন । তারপর C:\Windows\System32\drivers\etc পাথে থাকা আগের হোষ্ট ফাইলটি ডিলিট করে এটা সেখানে পেষ্ট করুন।
এখন পিসি রিস্টার্ট দিন এবং ধাপে ধাপে সেটাপ সম্পন্ন করুন।
Open DU Meter option when this wizard is complete এ ক্লিক করুন এবং ফিনিস দিয়ে সেটাপ সম্পন্ন করুন।
টাস্কবার থেকে ডি ইউ মিটার এ রাইট ক্লিক করে নিচের অপসন গুলা নির্বাচন করুন।
দেখুন টাস্কবারে ডি ইউ মিটার দেখা যাচ্ছে।
অপসন এ ক্লিক করার পর নিচের অপসন গুলা পাবেন তা ধাপে ধাপে ঠিক করে নিন।
Graph Scale এ আপনার নেট স্পিড নির্বাচন করে নিন।
টাস্কবার এ ডি ইউ মিটার থেকে About এ ক্লিক করুন
দেখুন আপনার ডি ইউ মিটার রেজিস্ট্রার্ড হইয়ে গেছে।
টাস্কবার এ ডি ইউ মিটারে রাইট ক্লিক করে View Network connection এ ক্লিক করুন
ছবির মত সন গুলা নির্বাচন করুন।
দেখুন কোন কোন নেটউয়ার্কের সাথে আপনার কম্পিউটার যুক্ত আছে তা দেখাচ্ছে।
টাস্কবার থেকে ডি ইউ মিটারের Total and reports এ ক্লিক করুন।
এখানে আপনি প্রতি ঘন্টা , দিন , সাপ্তাহ , মাস , বছরের ব্যবহৃত ব্যন্ডউয়াইথ এর হিসাব দেখতে পারবেন।
টাস্কবারে ডি ইউ মিটারে New Stopwatch এ ক্লিক করুন।
এখানে আপনি স্টপউয়াচের মাধ্যমে নির্দিষ্ট সময়ের কতটুকু ব্যন্ডউয়াইথ খরচ করছেন তা দেখতে পাবেন।
টাস্কবার এ গিয়ে ডি ইউ মিটারে রাইত ক্লিক করে Help এ ক্লিক করলে আরউ তথ্য জানতে পারবেন
অনেক অনেক ধন্যবাদ
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ 🙂