সহকারী প্রোগ্রামার পদে সরকারী চাকরির হাতছানি
সহকারী প্রোগ্রামার পদে মোট ১২টি আসনে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা সমমান ডিগ্রি অর্জনকারীদের চাকুরীর সুযোগ দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
আবেদনের শেষ তারিখ ২১ মার্চ ২০১৬।
যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের www.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে ৫০০ টাকা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পে করতে হবে। ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের অপশন থেকে বিল আইডি ৫২০-এ নির্ধারিত পরিমান টাকা প্রেরণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয়তা সনদপত্র/জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদের ফটোকপি এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র পরবর্তী সময়ে দাখিল করতে হবে।বিস্তারিত অনলাইন ফরমে পাওয়া যাবে
আবেদনের যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ/বিসিসির আওতায় সফল সমাপ্ত প্রকল্পে যাদের একই যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে ।কম্পিউটার বিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
তথ্যসূত্র- বিডিলাইভ২৪
Thank you very much for sharing.