ফিঙ্গারপ্রিন্ট সহ হুয়াওয়ে জিআর৫ স্মার্টফোন
চীনের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে টেকনলোজিস। প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের পরিচালক ইংমার ওয়্যাং জানিয়েছেন গত সপ্তাহে বাংলাদেশের বাজারে জিআর ফাইভ মডেলটি লঞ্চ করলে সপ্তাহশেষে স্মার্টফোনটি বিক্রির পরিমান দাঁড়ায় প্রায় দুই হাজার!!
এক সপ্তাহে আগে দেশের বাজারে হুয়াওয়ে ৩৬০ ডিগ্রি কোণে টাচ সমর্থনযোগ্য ফিঙ্গারপ্রিন্ট লকসহ জি সিরিজের সর্বাধুনিক প্রজুক্তির বাজেট স্মার্টফোন জিআর ফাইভ মডেলটি লঞ্চ করলে তা বিক্রির পরিমান দাঁড়ায় প্রায় দুই হাজার ইউনিট!!
দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ডিসপ্লে সাইজ পাঁচ ইঞ্চি। অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে চালিত ফোনটিতে ২ জিবি র্যাম ও ১৬ জিবি রম রয়েছে। ব্যাটারি হিসেবে ব্যবহৃত হয়েছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার হাই ডেনসিটি লিথিইয়াম-পলিমার ।
দেশের বাজারের জন্য অত্যাধুনিক প্রযুক্তির জিআর ফাইভ স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা।