মোবাইল-ম্যানিয়াসর্বশেষ টেক নিউজ

ফিঙ্গারপ্রিন্ট সহ হুয়াওয়ে জিআর৫ স্মার্টফোন

চীনের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে টেকনলোজিস। প্রতিষ্ঠানটির পণ্য বিভাগের পরিচালক ইংমার ওয়্যাং জানিয়েছেন গত সপ্তাহে বাংলাদেশের বাজারে জিআর ফাইভ মডেলটি লঞ্চ করলে সপ্তাহশেষে স্মার্টফোনটি বিক্রির পরিমান দাঁড়ায় প্রায় দুই হাজার!!ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত হুয়াওয়ের জিআর ফাইভ

এক সপ্তাহে আগে দেশের বাজারে হুয়াওয়ে ৩৬০ ডিগ্রি কোণে টাচ সমর্থনযোগ্য ফিঙ্গারপ্রিন্ট লকসহ জি সিরিজের সর্বাধুনিক  প্রজুক্তির বাজেট স্মার্টফোন জিআর ফাইভ মডেলটি লঞ্চ করলে তা বিক্রির পরিমান দাঁড়ায় প্রায় দুই হাজার ইউনিট!!

জিআর ফাইভ

দ্বিতীয় প্রজন্মের  ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ডিসপ্লে সাইজ পাঁচ ইঞ্চি। অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে চালিত ফোনটিতে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি রম রয়েছে। ব্যাটারি হিসেবে ব্যবহৃত হয়েছে ৩০০০ মিলি অ্যাম্পিয়ার হাই ডেনসিটি লিথিইয়াম-পলিমার ।

দেশের বাজারের জন্য অত্যাধুনিক প্রযুক্তির জিআর ফাইভ স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা।

মেহেদী হাসান পলাশ

Mehedi Hasan Polash ভালোবাসি প্রযুক্তি সম্পর্কে জানতে ও জানাতে, এই ভালো লাগা থেকেই যোগ দেওয়া প্রযুক্তি ব্লগিংয়ে। পাশে পেয়েছি টেকমাস্টার ব্লগ কমিউনিটি, দিকনির্দেশনা দিতে শ্রদ্ধেয় মেজবা উদ্দিন ভাই। ব্লগিং জগতের সবচেয়ে বড় যে পাওয়া তা হচ্ছে তথ্য, ব্লগিং এর জন্য প্রতিদিনই নিজেকে বেশি বেশি তথ্য জানতে হচ্ছে যা অনেকটা নেশার মত হয়ে দাঁড়িয়েছে। আর জীবনটাই তো শেখার জন্য, জানার জন্য। বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস উভয় বিষয়ে (বিবিএ) অধ্যায়নরত। প্রয়োজনে যোগাযোগ - মেইলঃ mpolash@icloud.com গুগল প্লাস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।