টিপস/ট্রিক্স

চেহারাকে সিকিউরিটি দিবে পাসওয়ার্ড হিসেবে

এন্ড্রয়েডে তো অনেকেই ফেইস লক ব্যাবহার করেন… নিজের কম্পিউটারে ব্যাবহার করেছেন কি?
নিজের কম্পিউটারের ব্যাবহার উপযোগী অমন একটি সফটওয়্যারের কথা আজ বলবো, তার নাম KeyLemon
প্রথমে KeyLemon এর অফিসিয়াল সাইট www.keylemon.com থেকে এর ফ্রি ভার্শনটি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করে নিন। (৮৮ মেগাবাইট লাগবে)
your-face-is-your-passwordএবার আপনার ডেস্কটপে এসে থাকা KeyLemon Control Center এ ক্লিক করে সফটোয়্যারটি রান করুন। প্রথমেই আপনার ফেইস ডিটেক্ট করতে চাইতে পারে আর তা না চাইলে Face models এ গিয়ে আপনার ফেইস ডিটেক্ট করে দিন মানে আপনার চেহারা তাকে চিনিয়ে দিন। ব্যাস… কাজ শেষ আর তারপর পাসওয়ার্ড এ্যাড করতে বললে অবশ্যই তা এ্যাড করে নিন কেননা আপনার চেহারা কোন কারণে ডিটেক্ট না করতে পারলে তখন তা কাজে লাগবে…

আর এখানে আপনি ফেইস লকের ব্যাবস্থা ছাড়াও ভয়েস লক থেকে শুরু করে আরো অন্যান্য সুবিধা পাবেন। কিন্তু তার জন্যে আপনার এটা টাকা দিয়ে ব্যাবহার করতে হবে মানে প্রিমিয়াম প্যাকেজ ব্যাবহার করতে হবে। অবশ্য তার জন্যে আফসোস করে লাভ নেই কেননা ফেইসলকের সুবিধাই বা কম কিসে…?
আর যদি ক্রেক ফাইল খুজে বের করতে পারেন তাহলে ক্রেক করেও সেসকল সুবিধা নিতে পারবেন।
আর কথা না বাড়িয়ে বরং সফটোয়্যারটি ডাউনলোড দিয়ে ব্যাবহার শুরু করুন… 😀

সজীব

ভালবাসি পড়তে ও চেষ্টা করি লিখতে। লিখতে মাঝে মাঝে ইচ্ছে হয় বলে মানুষের গল্প শুনি, মানুষের সাথে কথা বলি, আড্ডা দেই... এভাবেই কিছু শিখি, সেভাবেই লিখি। এখানে আমার নিজের কৃতিত্ব নেই। সব আপনাদের, মানে আপনারা যারা কিনা আমার সাথে আড্ডা দেন তাদের...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।