অপেরা মিনিতে অ্যাড ব্লক
অনলাইনে বিভিন্ন সাইট ব্যবহারের সময় স্বয়ংক্রিয়ভাবে কিছু বিজ্ঞাপন দেখানো হয়। যেগুলো চাইলেও অনেক সময় ব্যক্তি এড়িয়ে যেতে পারে না।
সেক্ষেত্রে ফিচার হিসেবে অ্যাড-ব্লক ফিচার থাকলে অপ্রত্যাশিত বিজ্ঞাপন এড়িয়ে যাওয়া সম্ভব।
ব্রাউজার ডেভেলপারদের মধ্যে অপেরা অন্যতম একটি জনপ্রিয় সাইট।
ডেস্কটপ কম্পিউটার ব্রাউজারের নতুন সংস্করণ এনেছে এই সাইট টিতে। নতুন সংস্করণে রয়েছে অ্যাড-ব্লকিং ফিচার।
১৯৯৫ সালে প্রথম কম্পিউটার ওয়েব ব্রাউজার উন্মোচন করে নরওয়েভিত্তিক অপেরা। স্মার্টফোনের ব্যবহার এর চাহিদা দিনে দিনে বেড়ে যাওয়ায় কারণে মোবাইল ব্রাউজার আর বিজ্ঞাপন ব্যবসার দিকে জোর দেয় প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে অ্যাড-ব্লকিং ফিচারসহ ব্রাউজারের নতুন সংস্করণ শুধু ডেস্কটপ কম্পিউটারের জন্য আনা হয়েছে বলে জানা যায়।
ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার এবং স্মার্টফোন উভয় ব্রাউজারের জন্য ফিচারটি ভবিষ্যতে চালু করা হবে।
ব্রাউজার ব্যবসায় গুগল,ফায়ারফক্স,অ্যাপল,মাইক্রোসফট এর পরেই অপেরার অবস্থান। সারা পৃথিবীতে এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি।