টিপস/ট্রিক্সসফটওয়্যার

ওয়েবসাইট এর স্লাইডার বানান ওউ স্লাইডার দিয়ে

কোন ওয়েবসাইটে আমরা প্রবেশ করলেই দেখতে পাই সাইটের একেবারে উপরে কিছু ছবি স্লাইড শো আকারে একের পর এক যাচ্ছে। যাকে আমরা স্লাইডার বলি। যা বহুগুণে একটি সাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। এই স্লাইডার কিন্তু শুধু মাত্র html, css তৈরি নয়, এখানে Javascript এবং Jequery‘র কাজও আছে। আর এই কোড গুলো করা খুব একটা সোজা ব্যাপার নয়তো বটেই বরং ঝামেলারও বটে। তাই আমরা যা করি তা হলো nivoslider.com এ গিয়ে সেখান থেকে কিছু স্লাইডারের কোড ডাউনলোড দেই এবং তা আমরা আমাদের ওয়েব টেমপ্লেটে যুক্ত করি। কিন্তু এখানেও যে আরো কিছু ঝামেলা রয়ে গেলো…
তাহলো এই নিভোস্লাইডারের ক্ষেত্রে আমরা আমাদের স্ক্রিপ্টগুলো খুব একটা সহজে লিংকাপ করতে পারি না। অনেক সময় তা করতে গিয়ে ঠিক মতো না হলে মাথা হয়ে যায় গরম এবং তখন কাজ ছেড়ে উঠে চলে যাই। আর খুব বেশি স্টাইলিস্ট স্লাইডারের কোডও সেখানে ফ্রি তে আমরা পাই না। কষ্ট করে এই স্লাইডার ওয়েব টেম্পলেটে যুক্ত করতে গিয়ে যদি এত কিছু করতে হয় তাহলে তা কি পরিমাণ বিরক্তিকর চিন্তা করেছেন?
এখন কি করবেন?
স্লাইডার এর কাজ কি করবেন না?
এতক্ষণ ত বিওক্তিকর কিছু কথা বললাম এখন আসি এর সমাধানের কথায়-
আজ আমি আপনাদেরকে এমন একটি সফটোয়্যারের কথা বলবো যা দিয়ে আপনি আপনার পছন্দের ছবি দিয়ে খুব সহজেই বিভিন্ন রকমের স্লাইডার বানাতে পারবেন। বিভিন্ন সাইজের, বিভিন্ন স্টাইলের স্লাইডার বানাতে পারবেন। আর সেই সফটোয়্যারটির নাম হলো- WowSlider

wow82

WowSlider এর অফিশিয়াল সাইটে গিয়ে সেখানে দেয়া ইন্সট্রাকশন অনুসারে সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে নিন।
তারপর বিভিন্ন ছবি দিয়ে স্লাইডার বানিয়ে দেখুন।
আর এই সফটওয়্যারটির ব্যাবহারবিধি লিখলাম না কেননা যারা ওয়েব টেমপ্লেট তৈরি করতে পারেন তাদের এর ইন্সট্রাকশন দেয়া লাগবে না।
ডাউনলোড দিয়ে ব্যাবহার শুরু করুন …
.
উপ্স…
আরেকটা কথা হলো এই সফটওয়্যারটী ফ্রি কোন সফটোয়্যার না। এটা যদি আপনি না কিনে ব্যাবহার করেন তাহলে দেখবেন স্লাইডারের এক কোনায় WowSlider লেখা উঠে আছে যা কিনা আপনার ক্রেডিট নষ্ট করবে। আপনি যদি সফটওয়্যারটি কিনে ব্যাবহার করেন তাহলে এই ধরণের কোন লোগো আপনার বিরক্তির কারণ হবে না।

তবে হ্যা না কিনে কিভাবে স্লাইডার থেকে এই লেখা/লোগো উঠাতে হবে তা আমার জানা আছে।
তা আজ বলবো না। আগামি দিন বলবো। ততদিন আমাদের ব্লগের ফেইসবুকের পেইজ TechMasterBlog এ লাইক দিয়ে সাথেই থাকুন। পরের পোস্টে আমি বলে দিব কিভাবে সেই লোগো নিয়ে সমস্যার সমাধান করতে হবে। আমি চেষ্টা করবো তার একটি ভিডিও বানিয়ে ইউটিউবে আপনাদের জন্যে দেয়ার।

আর কোন সমস্যা হলে আমাকে ফেইসবুকে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন।
আমার ফেইসবুক আইডি- Sajidur Rahman Shajib

সজীব

ভালবাসি পড়তে ও চেষ্টা করি লিখতে। লিখতে মাঝে মাঝে ইচ্ছে হয় বলে মানুষের গল্প শুনি, মানুষের সাথে কথা বলি, আড্ডা দেই... এভাবেই কিছু শিখি, সেভাবেই লিখি। এখানে আমার নিজের কৃতিত্ব নেই। সব আপনাদের, মানে আপনারা যারা কিনা আমার সাথে আড্ডা দেন তাদের...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।