লিনাক্স ইন্সটল দিতে ভূতের ভয়!
লিনাক্স ইনস্টল দিতে গিয়ে প্রথমবার যে সাড়ে সর্বনাশ অনেকেই ঘটায় সেটা হল পুরো হার্ডড্রাইভ ফরমেট ও পার্টিশান ভেঙ্গে ফেলা। এব্যাপারে টেকপ্রেমী সাজিদুর রহমান সজীব জানাবেন কিভাবে লিনাক্স ইন্সটল দিতে ভূতের ভয় দূর করা যায়।লিনাক্স ওএস ইন্সটল দিতে অনেকেই ভয় পান কেননা কম বেশি সবাই হয়তো শুনে থাকবেন যে লিনাক্স ইন্সটল ঠিকভাবে দিতে না জানলে পুরো হার্ড্ড্রাইভ লিনাক্স ভূতের মতো উধাও করে দেয়। মজার ব্যাপার হলো আমি যখন প্রথম উবুন্টু লিনাক্স একা একা ইন্সটল দিতে গিয়েছিলাম তখন আমার হার্ডড্রাইভও পুরো ফরমেট হয়েগিয়েছিল। কি কারণে নতুনদের এমনটা হয় সেটা বলি-
ধরুন আমি উবুন্টু লিনাক্স ইন্সটল দিব। আর আমরা বেশিরভাগ সময় লিনাক্স ইন্সটল দেয়ার ক্ষেত্রে ডুয়াল বুট করে ইন্সটল দিতে চাই মানে উইন্ডোজ আর লিনাক্স একইসাথে রাখতে চাই। ধরুন আমি সেভাবে ইন্সটল দিবে। আর ইন্সটল ঠিক ভাবে দেয়া হলে কম্পিউটার অন করলেই প্রথমে একটি গ্রাব মেনু আসবে যা আমাকে জিজ্ঞেস করবে এখন আমি উইন্ডোজ না লিনাক্স চালাতে চাই আর তখন আমি যে অপারেটিং সিস্টেম চালাতে চাই তা সিলেক্ট করে দিলেই হবে।
এখন আমি লিনাক্স ইন্টল দেয়ার সময় উইন্ডোজের পন্থা অবলম্বন করবো মানে নেক্সট নেক্সট দিয়ে যাবো…
কিন্তু এই পন্থা অবলম্বন করতে গিয়েই আমরা ভুলটা করে বসি। কেননা সেখানে এমন তিনটে বা চারটে অপশন আসে যেখানে জিজ্ঞেস করা হয়-
১।আপনি কি পুরো হার্ডড্রাইভ ফরমেট দিয়ে ইন্সটল দিতে চান?
২। উইন্ডোজের সাথে রেখে ইন্সটল দিতে চান(বা অন্য কিছু)
৩। সামথিং এলস
আমরা লেখাগুলো না পড়েই প্রথম অপশন সিলেক্ট করে চলে যাই যার ফলে কি হতে পারে আশাকরি বুঝতেই পারছেন?(আপনার হার্ড্ড্রাইভের ডাটা উধাও )
এসকল ক্ষেত্রে সামথিং এলস (something else) কিংবা ম্যান্যুয়ালি (manual) অপশন সিলেক্ট করা ভালো এতে আপনি আপনার যে খালি ড্রাইভে লিনাক্স ইন্সটল দিতে চান তা সিলেক্ট করার সুযোগ পাবেন। তবে তা আমি এখানে বিস্তারিত বলতে চাচ্ছি না কেননা আমার চেয়ে অনেক ভালোভাবেই তা একজন বাংলায় লিখে রেখেছেন। সেই ছোট্ট বইটার পিডিএফ নিচে দেয়া হলো। বইটার নাম – সহজ উবুন্টু শিক্ষা
এই বইটা আগে ডাউনলোড দিন তারপর দেখুন সেখানে সবকিছু কত সুন্দর করেই না লিখা আছে। আজ রাতে বইটা পড়ে দেখুন, কাল সকালেই মনে হবে লিনাক্স নিয়ে অযথাই ভয় পাচ্ছেন। আর বইটা পড়লে অবশ্যই পুরোটা পড়বেন। আর আমি চেষ্টা করবো লিনাক্স যারা নতুন আসতে চাচ্ছেন তারা গ্রাব মেনু ইন্সটল/ আনইন্সটল থেকে শুরু করে যেসকল সমস্যায় পড়েন তা নিয়ে লেখার জন্যে।
ততটা সময় টেকমাস্টারব্লগের সাথে থাকুন।
আজকের মতো বিদায়…
লিংক কাজ করছে না।
দয়া করে আপডেট করে দিন।