সর্বশেষ টেক নিউজ

ফেসবুক প্রোফাইলে হরেক রকম ফিল্টার যুক্ত

“ফেসবুক” নিত্য নতুন জিনিষ আবিষ্কার করে ক্রমান্বয়ে দিনকে দিন এর আকর্ষণ সৃষ্টি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অল্প কিছু দিন পূর্বেও টি২০ ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর লোগো সম্বলিত বাংলাদেশে ক্রিকেট দলের ফটো ফ্রেম ফেসবুকে ছাড়া হয়। ফ্রেমটি ছাড়ার সাথে সাথে সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়।fb

ইউজারদের প্রোফাইল ফটোতে বিভিন্ন ধরণের প্রায় শতাধিক ফ্রেম যুক্ত করার এক সহজ উপায় বের করেছে ফেসবুক।

যেই ফ্রেমটির মাধ্যমে কোন খেলার দল, কোন মুহূর্ত বা কোন কিছু সমর্থণে প্রোফাইল পিকচারে চাপিয়ে দেওয়া যাবে।

ফেসবুক খুব সহজভাবে একটি ফটো ফ্রেম লাইব্রেরির মাধ্যমে ব্যবহারকারীদের এসব ফ্রেম ব্যবহারের সুযোগ করে দিচ্ছে।

ফ্রেমের ক্যাটাগরিতে প্রাথমিকভাবে চলমান বিভিন্ন ইস্যুর সমর্থণ,বিভিন্ন খেলার লীগ…যেমন: অস্ট্রেলিয়ায় বিবাহ সমতা, ওয়ার্ল্ড ওয়াউল্ড ফান্ড অন্তর্ভূক্ত আছে।

আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন পেজুগলো তাদের নিজস্ব ফ্রেম এ্ই লাইব্রেরিতে যুক্ত করতে পারবে বলে জানা যায়।আর এই সব গুলো ফ্রেমেই সময় বেঁধে দেওয়া যাবে।

ব্যক্তির ইচ্ছা অনুযায়ী ফ্রেমটি ১ ঘন্টা, ১ দিন, ১ সপ্তাহ অথবা সারা জীবনের জন্য রেখে দেওয়া যাবে।

ইউজারদের প্রোফাইল ফটোতে বিভিন্ন ধরণের প্রায় শতাধিক ফ্রেম যুক্ত করার এক সহজ উপায় বের করেছে ফেসবুক। ফ্রেমটি কোন খেলার দল, কোন মুহূর্ত বা কারণের সমর্থণে প্রোফাইল পিকচারে চাপিয়ে দেওয়া যাবে।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।