সোশ্যাল মিডিয়া

সরকারী ফেসবুক প্রোফাইল ব্যাবহারে সতর্কতা

sotorkotaমাস টা ছিল ফেব্রুয়ারি,আর তারিখ ছিল ৪।
২০০৪ সালে প্রথম পথ চলা শুরু।
এমন মানুষ বর্তমানে পাওয়া যাবে কিনা সন্দেহ যিনি ফেসবুক এর নাম জানেন না।
বাংলাদেশেও অন্যান্য দেশের তুলনায় কম ব্যাবহারকারী নেই।
তবে বাংলাদেশ সরকার সম্প্রীতি সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ফেসবুকে কী করতে পারবেন আর কী করতে পারবেন না সে বিষয়ে সরকার একটি নির্দেশনা জারি করেছেন।আর তা হল…………

  1. ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনার সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল আচরণ করতে হবে,
  2. কিছু অনুশাসন মেনে চলতে হবে,
  3. বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে,
  4. মন্তব্য করার বিষয় বেছে নেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে,
  5. অপ্রয়োজনীয় ট্যাগিং করা থেকেও বিরত থাকতে হবে,
  6. জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো কনটেন্ট প্রকাশ করা যাবে না,
  7. কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এরকম কোনো কনটেন্টও প্রকাশ করা যাবে না,
  8. জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে এধরনের মন্তব্য করা যাবে না,
  9. দেশে বসবাসকারী আদিবাসী, ক্ষুদ্র জতিসত্ত্বা, নৃ-গোষ্ঠী বা কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক বা তাদেরকে হেয় করতে পারে এধরনের কনটেন্টও প্রকাশ করা যাবে না।

জানা যায়,মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল এই নির্দেশনা জারি করা হয়েছে।

সাইফুল্লাহ নাহিদ

পড়তে ও জানতে ভালো লাগে... টেকনোলজি সংক্রান্ত বিষয় হলে তো কথাই নেই..? সেই ভালো লাগা থেকেই একটুখানি লেখার প্রচেষ্টা... স্বপ্ন দেখি... অনেক স্বপ্ন... তাই দোয়া চাই সবার কাছে...

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।